Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১১ বছর ধরে স্ত্রীর বান্ধবীর সঙ্গে লুকিয়ে ‘পরকীয়া’ হিমেশের, কী হয় পরিণতি?

Himesh Reshammiya: 'আশিক বনায়া আপনে' গানটি গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন গায়ক-সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। কিন্তু তাঁকে যিনি আশিক বানিয়েছিলেন, সেই নারী সম্পর্কে ছিলেন হিমেশের 'শালি', তথা তাঁর প্রথম স্ত্রী কোমলের বান্ধবী সোনিয়া। লোকে বলে, এই সোনিয়ার সঙ্গেই নাকি বউকে লুকিয়ে 'প্রেম' করেছিলেন হিমেশ...

১১ বছর ধরে স্ত্রীর বান্ধবীর সঙ্গে লুকিয়ে 'পরকীয়া' হিমেশের, কী হয় পরিণতি?
হিমেশ রেশমিয়া এবং তাঁর বর্তমান স্ত্রী সোনিয়া।
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 1:07 PM

গায়ক-সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার বিবাহিত জীবন নাকি বেশ বর্ণময়। কথিত আছে, বউয়ের বান্ধবীর সঙ্গে গোপনে ‘প্রেম’ পর্ব চালিয়ে গিয়েছিলেন এই তারকা। ১৯৯৭ সালে প্রথম স্ত্রী কোমলকে বিয়ে করেছিলেন হিমেশ। সেই সময় তিনি একেবারেই জনপ্রিয় ছিলেন না। ২০০৬ সালে কোমলের বান্ধবী সোনিয়া কাপুরের সঙ্গে আলাপ হয় হিমেশের। সেই সোনিয়ার সঙ্গেই নাকি গোপনে ‘সম্পর্ক’ তৈরি হয়েছিল তাঁর। কে এই সোনিয়া? কী তাঁর পরিচয়?

দূরদর্শনের পর্দায় ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে সুভদ্রার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন সোনিয়া। তাঁর অনুরাগী সংখ্যাও কম ছিল না। এমন পরিস্থিতিতে বান্ধবীর স্বামী হিমেশের সঙ্গে আলাপ হয় সোনিয়ার। বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে। তারপরই নাকি ‘বিশেষ সম্পর্ক’ তৈরি হয় তাঁদের মধ্যে। যদিও বা সেই সম্পর্কের কথা একেবারেই জানতে পারেননি হিমেশের প্রথম স্ত্রী কোমল। শোনা যায়, ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নাকি সোনিয়ার সঙ্গে গোপনে ‘সম্পর্ক’ বজায় রেখেছিলেন হিমেশ। তাঁদের সম্পর্কের ব্যাপারে এক ফোঁটাও জানতে পারেননি কোমল। ফলে কোনওদিনও নাকি স্বামীকে সন্দেহ করেননি তিনি। পুরো বিষয়টাই তিনি জানতে পারেন ২০১৭ সালে।

২০১৭ সালে কোমলের কাছে ডিভোর্স চেয়েছিলেন হিমেশ। খুবই অবাক হয়ে নাকি কারণ জানতে চেয়েছিলেন কোমল। তখনই নাকি স্বামীর মুখে শুনেছিলেন বান্ধবীর সঙ্গে ‘সম্পর্কের’ কথা। সে সময় নাকি খুবই ভেঙে পড়েছিলেন কোমল। তাঁর কোমল মনে নাকি আঘাত লেগেছিল খুব। তিনি হিমেশকে নাকি মুক্তও করেছিলেন তাঁদের মিথ্যে বিয়ের বন্ধন থেকে। কোমলের থেকে ডিভোর্স পেয়েই ২০১৮ সালে হিমেশ এবং সোনিয়া বিয়ে করেন।