সাধারণকে জরুরি পরিষেবা দিতে তারকার গ্ল্যামার ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরলেন অভিনেতা

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ছয়টি পরিবারের শেষকৃত্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সহায়তা করেছেন তিনি।

সাধারণকে জরুরি পরিষেবা দিতে তারকার গ্ল্যামার ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরলেন অভিনেতা
সুখের জীবন ছেড়ে এ বার অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে তুলে নিলেন দক্ষিণী অভিনেতা অর্জুন গোড়া।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 6:26 PM

এ যেন গল্প হলেও সত্যি! রাতারাতি গ্ল্যামারের চমক ছেড়ে, সুখের জীবন ছেড়ে এ বার অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে তুলে নিলেন দক্ষিণী অভিনেতা অর্জুন গোড়া। অ্যাম্বুলেন্সের প্রয়োজন? হাজির হয়ে যাচ্ছেন অর্জুন। শুধু অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, রোগীর শেষকৃত্যে পরিবারের পাশেও দাঁড়াচ্ছেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ছয়টি পরিবারের শেষকৃত্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সহায়তা করেছেন তিনি। তাঁর কথায়, “ধর্ম, বর্ণ, জাত পাত নয়, যার দরকার তাঁর পাশে দাঁড়ানোটাই এখন কর্তব্য।” আপাতত তাঁর শহরের মধ্যেই এই কাজ তিনি সীমাবদ্ধ রাখলেও প্রয়োজনে বাইরে যেতেও রাজি অর্জুন। দেশজুড়ে করোনা-সুনামিতে যদি অক্সিজেন পৌঁছনোর কাজও তাঁকে করতে হয় তবে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন অভিনেতা। করোনা-ভয়কে দূরে সরিয়ে রেখে যেভাবে অর্জুন এগিয়ে এসেছেন তাতে অভিভূত তাঁর অনুরাগীরা। যদিও প্রিয় অভিনেতার জন্য কিছুটা হলেও চিন্তিত তাঁরা। অর্জুন তাঁদের জানিয়েছেন নিজের খেয়াল রাখছেন তিনি। যথাসম্ভব ট্রেনিং এবং বিধিনিষেধ মেনেই কাজ করছেন।

আরও পড়ুন- করোনাকালে শুটিংয়ের ভবিষ্যৎ কী? কোভিড রুখতে কড়া নিয়ম আনার ভাবনায় ই-মেল ফেডারেশনের

করোনা যেন অচিরেই ভেঙে দিয়েছে তারকা-সাধারণ বিভাজন। টলিউডেও চিত্র অনেকটা এক। সোশ্যাল মিডিয়ায় ভোর রাত অবধি অক্সিজেন, বেডের ঠিকানা শেয়ার করতে দেখা যাচ্ছে একের পর এক তারকাকে। গোটা সোশ্যাল মিডিয়াই যেন হয়ে উঠেছে সাহায্যের আশ্রয়স্থল। মিম-ট্রোলের মাঝে করোনা শিখিয়ে দিচ্ছে কীভাবে একসঙ্গে ভাল থাকা যায়। লড়াই জেতা যায়।