
অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ে এসেছিলেন। তাঁকে হুইলচেয়ার করে আসতে দেখা যায়। শরীর কেমন আছে? প্রশ্ন শুনে বিপ্লবের উত্তর, ”শরীর ঠিক আছে। তবে পায়ের অবস্থা খুব খারাপ। ডাক্তারের ভুল চিকিত্সার জন্য পায়ের এই অবস্থা হয়েছে। ডাক্তারকে একটা পুরস্কার দেওয়া উচিত!” এমনিতে আসার অবস্থা ছিল না সে কথা জানালেন। তবে তাঁকে নিয়ে আসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে বলেই, তিনি আসতে পেরেছেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করেও খুশি হয়েছেন বিপ্লব।
অভিনয়ে কিছুটা বিরতি হয়ে গিয়েছে। সামনে কি কাজ করতে চান? বিপ্লব বলেন, ”এবার চিতায় উঠে উপরে যাব। আর ভালো লাগছে না। আমাদের দুনিয়ার কথা বলছি না, পুরো সমাজটা নষ্ট হয়ে গিয়েছে।” তবে বিরক্তি সত্ত্বেও অভিনয়ের প্রস্তাব পেলে তিনি কাজ করবেন, সেই আশ্বাস পাওয়া গেল। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবির কাজ শুরু করবেন তিনি।
অভিনেতার কাছে কি নিয়মিত প্রস্তাব আসে না? প্রশ্ন শুনে বিপ্লবের সাফ কথা, ”আমার কাছে কেন অভিনয়ের প্রস্তাব আসবে? আমি কে যে আমার কাছে অভিনয়ের প্রস্তাব আসবে? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? উনি আমার চেয়ে বড় অভিনেত্রী।” বিপ্লবের কথায় স্পষ্ট, তাঁর শাসক দলের প্রতি ক্ষোভের চিত্র। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবির শুটিং হবে ফেব্রুয়ারি মাসে। আরও একটা ছবির কথা চলছে, জানিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। নতুন বাংলা ছবিতে বিপ্লবকে দেখা গেলে যে খুশি হবেন, তাঁর অনুরাগীরা, তার আঁচ পাওয়া গেল সোশ্যাল মিডিয়াতে তাঁকে ঘিরে চর্চা দেখেই।