বলিউডের (Bollywood) অন্দরে গুঞ্জন, প্রেম করছেন অভিনেতা-নৃত্য়শিল্পী রাঘব জুয়াল (Raghav Juyal) ও অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaz Gill)। সম্প্রতি সলমন খানের (Salman Khan) ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ অভিনয়ে হাতেখড়ি হয়েছে একগুচ্ছ তারকার। তারই মধ্য়ে ছিলেন রাঘব ও শেহনাজ। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই বলিউডের বড়পর্দায় পা শেহনাজের। আর এরপর থেকেই পাপারাৎজিদের দাবি একে অপরকে ডেট করছেন তাঁরা। যদিও এবিষয়ে সবসময় স্পষ্ট উত্তর দিয়েছেন রাঘব। আগে জানিয়েছিলেন এসব করার জন্য় তাঁর কাছে কোনও সময় নেই। আবারও এবিষয়ে মুখ খুললেন অভিনেতা। এবার কী বলছেন তিনি?
রাঘব-শেহনাজের প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে তখনই ‘হিন্দুস্তান টাইমসকে’ দেওয়া সাক্ষাৎকারে রাঘবের মুখে শোনা গেল অন্য কথা। স্পষ্ট জানিয়ে দিলেন, এইসব রটনা বড় বাজে জিনিস। তাঁরা শুধুই ভাল বন্ধু। রাঘবের কথায়, সলমন ভাই ছবির প্রমোশানের সময় মজা করেই বলেছিলেন দু’জনের মধ্যে কিছু চলছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে শেহনাজ সম্পর্কে সাল্লু মিঞা বলেছিলেন, “আমি শেহনাজকে মুভ অন করতে বলেছি।” ২০২১-এ অভিনেতা ও শেহনাজের বয়ফ্রেন্ড সিদ্বার্থ শুক্লার অকালমৃত্যুর ঘটনা কারও অজানা নয়। এই প্রসঙ্গেই শেহনাজকে মুভ অন করার পরামর্শ দেন ভাইজান। আর এখান থেকেই দুইয়ে-দুইয়ে চার করেছে নেটিজেনরা। এমনটাই মনে করছেন রাঘবও।
সাক্ষাৎকারে রাঘবের কথায় উঠে এসেছে তাঁদের বন্ধুত্বের বিষয়ও। শুধুই ভাল বন্ধু তাঁরা। তাঁদের নিয়ে তৈরি হওয়া সব রটনা ও গুঞ্জন নিয়ে হাসি-ঠাট্টাও করেন দু’জনে মিলে। তবে কি অন্য় কাউকে ডেট করছেন? প্রশ্নের উত্তরে জুয়ালের দাবি সে ভাইজান অর্থাই সলমনের মতোই সিঙ্গল। রাঘবের বক্তব্য, “ভাই(সলমন খান) যেমন সারাদিন শুটিং নিয়ে ব্য়স্ত তেমনি আমিও দিনরাত শুটিং করছি। আমার কাছে আমার বাড়ি অর্থাৎ দেরাদুন যাওয়ার মতো সময়টুকুও নেই। আগে যখন টেলিভিশনে কাজ করতাম তখন কিছু মাস কাজ করে বাড়ি যেতাম। কিন্তু সিনেমার জগতে আমি নতুন। অনেক কিু শিখতে হচ্ছে, কাজ বেড়েছে। আর মেয়েদের সময় দিতে হয়। কোথায় পাবো সময় ? নেই তো।”