‘খাদান’-এর পর এবার ‘রঘু ডাকাত’ রূপে দেবকে দেখার অপেক্ষায় দর্শক। একদিকে ‘খাদান’-এর আকাশছোঁয়া সাফল্য, অন্যদিকে আসন্ন ছবি ‘বিনোদিনী’-এর জন্য ব্যস্ত শিডিউল—এর মধ্যেই শুরু হয়েছে দেব ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ম্যাগনাম অপাসের প্রি-প্রোডাকশন কাজ।
সম্প্রতি গোটা টিম নিয়ে মিটিং করেছেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’-এর শুটিং, চিত্রনাট্য, এবং লোকেশন রেইকি নিয়ে আলোচনা হয়। সোশ্যাল মিডিয়ায় সেই মিটিংয়েরই বিশেষ মুহূর্ত শেয়ার করে দেব জানিয়েছেন, “আমরা রঘু ডাকাতের জন্য প্রস্তুত।”
ইতিহাসের পটভূমিতে রঘু ডাকাত
‘রঘু ডাকাত’ এক ঐতিহাসিক পিরিয়ড ড্রামা। যেখানে নীল বিদ্রোহের সময় ডাকাত রঘুর নেতৃত্বে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। ২০২১ সালে কালীপুজোর সময় এই সিনেমার ঘোষণা করেছিলেন দেব ও ধ্রুব। দেব সেদিন বলেছিলেন, “নীল বিদ্রোহের পটভূমিতে রঘু ডাকাতের সাহসিকতার গল্প এবার বড় পর্দায় আসবে।”
মাঝে সিনেমাটি আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সন্দেহ। কিন্তু এখন সব সংশয় দূর করে দেব ঘোষণা করেছেন, ২০২৫ সালের দুর্গাপুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’।
দেব-ধ্রুব জুটি: প্রত্যাশা তুঙ্গে
ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেব জুটির আগের ছবি‘গোলন্দাজ’ দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তাই এই জুটির নতুন ছবি নিয়েও দর্শকদের প্রত্যাশা চরমে। ইতিমধ্যেই দেবের ফার্স্টলুক চর্চার বিষয় হয়ে উঠেছে। সিঁদুর লেগে থাকা কপাল, মুখ ঢাকা চাদর, এবং রাগে অগ্নিদৃষ্টির দেবকে দেখে দর্শকের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনা বাড়ছে।
শুটিং লোকেশন এবং পরিকল্পনা
মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে হবে ছবির শুটিং। প্রি-প্রোডাকশনের অংশ হিসেবে লোকেশন রেইকি চলছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য সম্পূর্ণ করেছেন এবং শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে।
‘রঘু ডাকাত’-এর প্রেক্ষাপট, চমকপ্রদ গল্প, এবং দেবের দাপুটে উপস্থিতি নিশ্চয়ই সিনেমাটিকে বিশেষ উচ্চতায় নিয়ে যাবে। পুজোর মহাচমক হিসেবে ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।