Dev: ‘পুজোর প্যান্ডেল হপিং হয় না, কোনও আক্ষেপ নেই’
করোনা পরিস্থিতির মাঝেই অনেকটা চেনা ছন্দে ফেরার চেষ্টায় তিলোত্তমা। হলে হলে মুক্তি পেতে চলেছে পুজোর ছবি।
হাতে মাত্র আর ক’টা দিন। পাড়ায় পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। প্যান্ডেলে,প্যান্ডেলে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। করোনা পরিস্থিতির মাঝেই অনেকটা চেনা ছন্দে ফেরার চেষ্টায় তিলোত্তমা। হলে হলে মুক্তি পেতে চলেছে পুজোর ছবি। ছোট থেকে বড় সবার জন্য এই বছর মুক্তি পেতে চলেছে সব স্বাদের ছবি। আর এই বছর দুরকমভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা-সাংসদ দেব। একদিকে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’ অন্যদিকে আবার মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত ছোটদের ছবি ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’। পুজোর এত ব্যস্ততার মধ্যে কীভাবে সময় কাটান দেব? কলকাতায় কেটে গেল প্রায় একযুগ। অভিনয় করবেন বলে মুম্বই থেকে পাকাপাকিভাবে চলে এসেছিলেন কলকাতায়। মুম্বইয়ের ডান্ডিয়া থেকে কলকাতার ধুনুচি নাচ। পুজোর আগে পুজো নিয়ে আড্ডায় অভিনেতা সাংসদ দেব।