AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘুম আসছে না’, অসুস্থ ধর্মেন্দ্র, এখন কেমন আছেন অভিনেতা

Dharmendra: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে মধ্যরাতে নিজেই জানিয়েছিলেন তিনি ভাল নেই। তাঁর চোখে নেই ঘুম। যদিও সেই পোস্ট পলকে মুছে ফেলেছিলেন অভিনেতা।

'ঘুম আসছে না', অসুস্থ ধর্মেন্দ্র, এখন কেমন আছেন অভিনেতা
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 8:45 AM
Share

অসুস্থ ধর্মেন্দ্র। গত কয়েকদিন ধরেই ভক্তদের রাতের ঘুমি উড়িয়ে দিয়েছেন তিনি। বয়স ৮৮, প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খবর নিতে তাঁর মরিয়া নেটপাড়া। কী হয়েছে তাঁর? না, অসুখ গুরুতর নয়। তিনি পায়ে চোট পয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে মধ্যরাতে নিজেই জানিয়েছিলেন তিনি ভাল নেই। তাঁর চোখে নেই ঘুম। যদিও সেই পোস্ট পলকে মুছে ফেলেছিলেন অভিনেতা।

কী লেখা ছিল সেই পোস্টে?

মধ্যরাত হয়ে গিয়েছে। ঘুম আসছে না। খিদে পেয়ে যায়। এই সময় বাসি রুটি মাখন দিয়ে খুব ভাল লাগে। এই ছবিতে স্পষ্ট তাঁর চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ।

যা দেখে ভক্তরা একপ্রকার চিন্তায় পড়ে গিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন তিনি কেমন আছেন? তাঁর পায়ে চোটের ছবি সামনে আসায় বেড়েছিল উদ্বেগ। সূত্রের খবর, গত দুই সপ্তাহ ধরেই ভাল নেই প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র। কোথায় কীভাবে চোট পেয়েছেন তিনি? সূত্র মারফৎ জানা যাচ্ছে, সম্প্রতি পরিবারের সকলকে নিয়ে উদয়পুরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই আঘাত পান অভিনেতা। নাচতে গিয়ে পাটে চোট। পাশাপাশি শরীরে এই ধকল নেয়নি তাঁর। বার্ধক্য জনিত সমস্যা তো রয়েছেই।

তবে চিন্তার কোনও কারণ নেই। এখন অনেকটাই সুস্থ রয়েছন তিনি। বার্ধক্যজনিত কারণে শরীরে এখন নানা সমস্যা দেখা যাচ্ছে, যদিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি, বলেই মিলছে খবর। চিকিৎসা চলছে। তবে খানিকটা সময় লাগবে পায়ের চোট সামলে উঠতে। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। চোট পাওয়ার পরই উদয়পুর থেকে ফিরে এসেছেন অভিনেতা। সঙ্গে ববি দেওল, সানি দেওল সকলেই বাবার সঙ্গে ফিরেছিলেন তড়িঘড়ি বাড়ি।