শ্রীমার নখে নেল পালিশ দেখে অজ্ঞান প্রেমিক! কী ঘটেছিল?
Sreema Bhattacharya: অভিনেতা ইন্দ্রনীলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য। তাঁরা সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন বিদেশে। 'গাঁটছড়া' ধারাবাহিকে দুত্যির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীমা। ইন্দ্রনীলকে দেখা গিয়েছিল 'কে আপন কে পর' ধারাবাহিকে পল্লবী শর্মা অভিনীত চরিত্র জবার ছেলে হিসেবে।

হাতের নখে লাল নেলপালিশ লাগিয়েছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তাঁর নখের সেই নেলপালিশ দেখে ভিড়মি খেয়েছেন ‘প্রেমিক’। রঙ্গ-রসিকতা করে শ্রীমা শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। এবং ভিডিয়োর গায়ে লিখেছেন, “মেয়েরা হাতে নেলপালিশ লাগালে কেমন প্রতিক্রিয়া আশা করেন বয়ফ্রেন্ডের থেকে”। পরোক্ষভাবে হলেও ইন্দ্রনীলকে তাঁর বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করে নিয়েছেন শ্রীমা।
প্রেমিকের সঙ্গে রঙ্গ-রসিকতা-তামাশা চলতেই পারে। তেমনটা ঘটল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের জীবনে। তাঁরা নিজ মুখে শিকার না করলেও, অঘোষিতভাবে সম্পর্কে যে রয়েছেন, স্পষ্টই জানিয়ে দিয়েছেন ‘তারকা যুগল’।
অভিনেতা ইন্দ্রনীলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য। তাঁরা সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন বিদেশে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দুত্যির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীমা। ইন্দ্রনীলকে দেখা গিয়েছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকে পল্লবী শর্মা অভিনীত চরিত্র জবার ছেলে হিসেবে।
View this post on Instagram
তবে এই প্রথম নয়, শ্রীমার সঙ্গে আগেও এক অভিনেতার সম্পর্কের কথা জানা গিয়েছিল। সেই অভিনেতার নাম গৌরব রায়চৌধুরী। দু’জনের মধ্যে বেশ ভাবও ছিল একটা সময়ে। শুটিংয়ে লম্বা সময় অন্য ফ্লোরে থাকলেও, একে অন্যকে ফুড ডেলিভারি অ্যাপের সাহায্যে খাবার পাঠাতেন তাঁরা। তাইল্যান্ডে বেড়াতেও গিয়েছিলেন গৌরব-শ্রীমা। কিন্তু সেসব এখন অতীত। নিজের জীবনে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। হাসি-মজায় ভাল আছেন ইন্দ্রনীলের সঙ্গে।





