মহেশ বাবুকে তলব ED-র, কোন আর্থিক কেলেঙ্কারিতে জড়ালেন নায়ক?
তাঁর মুখ দেখে গ্রহকেরা এই সংস্থার প্রতি আস্থা রেখেছিলেন। ফলে এর দায় অভিনেতাকেও নিতে হবে। তবে, মহেশ বাবু এই তদন্তে অভিযুক্ত নন এবং তিনি হয়তো সবটা না-জেনেই এই প্রজেক্টগুলোর প্রচার করেছেন।

ED-র নজরে এবার অভিনেতা মহেশ বাবু। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাজ থেকে সমন পান অভিনেতা। তাঁর বিরুদ্ধে এবার আর্থিক তচ্ছরুপের অভিযোগ। সূত্রের খবর, হায়দরাবাদের দুই রিয়েল এস্টেট কোম্পানি, সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে এবার নজরে পড়লেন অভিনেতা। মহেশ বাবুকে ২৮ এপ্রিল আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
ইডির তদন্ত সূত্রে খবর, মহেশ বাবুকে সাই সূর্য ডেভেলপার্সের প্রজেক্টের প্রচারের জন্যে প্রায় ৫.৯ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এই প্রজেক্টগুলোর বিরুদ্ধে গ্রাহকরা প্রতারণার অভিযোগ তুলেছেন। তদন্তকারীদের ধারণা এই বিষয় বিস্তারে খোঁজ না নিয়েই চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়ক। যার ফলে তাঁর মুখ দেখে গ্রহকেরা এই সংস্থার প্রতি আস্থা রেখেছিলেন। ফলে এর দায় অভিনেতাকেও নিতে হবে। তবে, মহেশ বাবু এই তদন্তে অভিযুক্ত নন এবং তিনি হয়তো সবটা না-জেনেই এই প্রজেক্টগুলোর প্রচার করেছেন।
প্রসঙ্গত, মহেশ বাবু বর্তমানে এস এস রাজামৌলি পরিচালিত ‘SSMB29’ ছবির শুটিংয়ে ব্যস্ত। বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
