হাসপাতাল থেকে চিঠি লিখলেন করোনা আক্রান্ত মোহিত

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 24, 2021 | 1:27 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে এমন আশঙ্কা একপ্রকার নিশ্চিত করছেন চিকিৎসক মহলের বড় অংশ।

হাসপাতাল থেকে চিঠি লিখলেন করোনা আক্রান্ত মোহিত
মোহিত রায়না।

Follow Us

মোহিত রায়না। ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। গত সপ্তাহে করোনা (covid 19) আক্রান্ত হয়েছেন অভিনেতা (Actor)। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কোন হাসপাতালে রয়েছেন, তা স্পষ্ট না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোহিত জানিয়েছেন, তিনি এখন ভাল রয়েছেন।

হাসপাতাল থেকে মোহিত লিখেছেন, ‘আমি বাইরে বা ভিতরে যেখানেই তাকাই না কেন, প্রার্থনা দেখতে পাই। বাবা বলে প্রার্থনা সব সময় ম্যাজিকের মতো কাজ করে। সকলের প্রার্থনার জোরেই ভাল আছি। আমরা শুধু এখন বাড়িতে থাকতে পারি। অন্য দিকে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালবাসা…।’

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে এমন আশঙ্কা একপ্রকার নিশ্চিত করছেন চিকিৎসক মহলের বড় অংশ। মহারাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। প্রতিদিনই কোনও না কোনও তারকার আক্রান্ত হওয়ার ঘটনা সে চিত্রই আরও স্পষ্ট করছে। এই পরিস্থিতিতে সব মহলে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মোহিতের অসুস্থতার খবর পেয়ে তাঁর আরোগ্য কামনা করেছেন বহু অনুরাগী। সুস্থ হয়ে কবে তিনি ফের শুটিংয়ে ফিরতে পারবেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন, ‘ইলেকশনের বাজারে দুই অভিনেতা’, কাউকে কি কটাক্ষ করলেন যিশু?

Next Article