‘ইলেকশনের বাজারে দুই অভিনেতা’, কাউকে কি কটাক্ষ করলেন যিশু?
সক্রিয় রাজনীতির ময়দানে কোনও দিনই যিশুকে দেখা যায়নি। অন্যদিকে শিল্পী, বুদ্ধিজীবি মহলে প্রথম সারির নাম পরমব্রত কখনও কখনও নাগরিক প্রতিবাদ মিছিলে থেকেছেন ঠিকই। কিন্তু সক্রিয় রাজনীতি থেকে তিনিও দূরেই থেকেছেন।
যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। দু’জনেই পেশাদার অভিনেতা। শুধু টলিউড নয়। দু’জনেই প্রায় নিয়মিত বলিউডেও কাজ করেন। এ হেন দুই অভিনেতার হঠাৎ দেখা হয়ে গেল। দেখা হল জিমে।
পেশার তাগিদে শরীরচর্চা করা, নিজেকে ফিট রাখা যিশু এবং পরমের রুটিন। যিশু সোশ্যাল ওয়ালে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দুই অভিনেতার পরনেই জিমের পোশাক। ক্যাপশনে যিশু লিখেছেন, ‘ইলেকশনের বাজারে দুই অভিনেতা’।
View this post on Instagram
পশ্চিমবঙ্গের চলতি বিধানসভা নির্বাচনে টলিউডের প্রত্যক্ষ প্রভাব এর আগের কোনও নির্বাচনে এতটা হয়তো দেখা যায়নি। দুই শিবিরে প্রায় বিভক্ত টলি পাড়া। কেউ দল বদল করেছেন। কেউ বা নতুন করে রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে অনভিজ্ঞ বহু শিল্পী মুখ এ বার নির্বাচনে বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করছেন। সেখানে ব্যতিক্রম যিশু এবং পরমব্রত।
আরও পড়ুন, ছেলেকে নিয়ে কীভাবে সময় কাটছে মধুবনীর?
সক্রিয় রাজনীতির ময়দানে কোনও দিনই যিশুকে দেখা যায়নি। অন্যদিকে শিল্পী, বুদ্ধিজীবি মহলে প্রথম সারির নাম পরমব্রত কখনও কখনও নাগরিক প্রতিবাদ মিছিলে থেকেছেন ঠিকই। কিন্তু সক্রিয় রাজনীতি থেকে তিনিও দূরেই থেকেছেন। ফলে বহু অভিনেতা যখন এই মরসুমে রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন তাঁরা দু’জনে পুরনো রুটিনই ফলো করছেন। অন্তত যিশু এমনটাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। যে সব অভিনেতারা রাজনীতি নিয়ে ব্যস্ত এই ছবি এবং ক্যাপশনে তাঁদের যিশু কটাক্ষ করেছেন কি না, তা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি।