প্রয়াত সুস্মিতা সেনের প্রথম নায়ক মুকুল দেব, কী হয়েছিল বলিউড অভিনেতার?
১৯৯৬ সালে মুমুকিন ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন মুকুল। বলিউডে তাঁর প্রথম ছবি দস্তক। এই ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন ‘আর রাজ কুমার’, ‘সন অফ সর্দার’ এবং ‘জয় হো’ ছবির অভিনেতা মুকুল। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। পরিবারের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনও শোকবার্তা প্রকাশ করা হয়নি। তবে অভিনেতার বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপাল সোশাল মিডিয়ায় অভিনেতা মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মুকুল দেবের বয়স হয়েছিল ৫৪।
দীপশিখার তরফ থেকে জানানো হয়েছে, অভিনেতার মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে বেশ কিছুদিন ধরেই মুকুল দেব আইসিইউতে ভর্তি ছিলেন। তাঁর ঠিক কী অসুখ করেছিল, তাও জানা যায়নি। মুকুল দেবের বয়স হয়েছিল ৫৪।
দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল দেব। ছোটবেলা থেকেই গান, নাচের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ট্রেনিংপ্রাপ্ত পাইলট। ১৯৯৬ সালে মুমকিন ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন মুকুল।বলিউডে তাঁর প্রথম ছবি দস্তক। এই ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন মুকুল। তাঁর শেষ ছবি অন্ত। যা মুক্তি পায় ২০২২ সালে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।





