টলিপাড়ায় চর্চা প্রেম ভেঙেছে নীলাঙ্কুর-আয়েন্দ্রীর! কী বললেন অভিনেতা?

সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন আর একসঙ্গে দেখা যাচ্ছে না অভিনেতা-অভিনেত্রীকে। ইনস্টাগ্রাম থেকে তাঁরা কাপল হিসাবে ছবি ডিলিট করে দিয়েছেন এমন নয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, ''এই সম্পর্কে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনও সম্পর্কে সমস্যা তৈরি হওয়ার পর সেটা মিটে যেতে পারে। আবার এমনও হতে পারে, সেটা মিটল না। সমস্যা বড় আকার নিল।''

টলিপাড়ায় চর্চা প্রেম ভেঙেছে নীলাঙ্কুর-আয়েন্দ্রীর! কী বললেন অভিনেতা?

| Edited By: Bhaswati Ghosh

Jun 03, 2025 | 9:47 AM

‘রাঙামতি তিরন্দাজ’-এর নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় প্রেমের কথা ঘোষণা করার পর অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের সঙ্গে ইনস্টাগ্রামে খুব সুন্দর ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁদের রসায়ন নজর কাড়ছিল। এটা ফেব্রুয়ারি মাসের কথা। মার্চ মাসে TV9 বাংলার একটা অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে এসেছিলেন নীলাঙ্কুর-আয়েন্দ্রী। সাক্ষাত্‍কারে নীলাঙ্কুর-আয়েন্দ্রী স্পষ্ট করেছিলেন, সম্পর্কটা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বলেই, প্রেমের কথা ঘোষণা করেছেন তাঁরা।

সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন আর একসঙ্গে দেখা যাচ্ছে না অভিনেতা-অভিনেত্রীকে। ইনস্টাগ্রাম থেকে তাঁরা কাপল হিসাবে ছবি ডিলিট করে দিয়েছেন এমন নয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, ”এই সম্পর্কে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনও সম্পর্কে সমস্যা তৈরি হওয়ার পর সেটা মিটে যেতে পারে। আবার এমনও হতে পারে, সেটা মিটল না। সমস্যা বড় আকার নিল।”

টলিপাড়ায় এই চর্চা নিয়ে কী বলছেন নীলাঙ্কুর? TV9 বাংলাকে অভিনেতা জানালেন, ”এটুকুই বলার আমরা জানি যে, আমরা অভিনেতা-অভিনেত্রী। আমাদের নিয়ে চর্চা হবেই। আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হবে। তবে আমি বা আমরা আরও বেশি খুশি হতাম, যদি আমাদের কাজ নিয়ে আরও বেশি চর্চিত হতাম। এটুকুই বলার।” এমন চর্চায় যে খুশি হননি অভিনেতা, সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট।

লক্ষণীয় নীলাঙ্কুরের ধারাবাহিক এই মুহূর্তে চর্চায় রয়েছে। বেঙ্গল টপার না হলেও, এই ধারাবাহিক বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম পাঁচে থাকছে। বেঙ্গল টপারের সঙ্গে এই ধারাবাহিকের রেটিংয়ের ফারাক একদম কম। তাই এখন যে দর্শকদের পছন্দের তালিকায় থাকবে ‘রাঙামতি তিরন্দাজ’ সেটা বোঝা যায়।