সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে যাত্রাতেও। তাই ভাইফোঁটার দিন বোনের থেকে ফোঁটা ছাড়াও যাত্রাপাড়া টানছে অভিনেতাকে। জানালেন TV9 বাংলাকে। ‘সেই কবে কাছে এলে’ নামের একটি রোম্যান্টিক যাত্রাপালার সঙ্গে যুক্ত হয়েছেন রাহুল এবং সেই যাত্রা সারা বাংলা জুড়েই মঞ্চস্থ হবে।
রাহুল বলেছেন, “ভাই ফোঁটায় যাত্রা করতে বেরিয়ে যাব এক্ষুনি। অনেকদিন পর যাত্রাপাড়ায় যাতায়াত শুরু করেছি। ‘সেই কবে কাছে এলে’ যাত্রাটির নাম। আমিই একমাত্র তারকা সেখানে। গোটা বাংলা জুড়ে দেখানো হবে যাত্রাপালা। আজকে নানুরে যাচ্ছি। এই যাত্রাটি রত্নদীপ কোম্পানির।”
কিন্তু এই প্রথম নয়, রাহুল যাত্রা করছেন বহু বছর আগে থেকেই। ১০ বছর হয়ে গেল বিরতি নিয়েছেন। যাননি যাত্রাপাড়ায়। কিন্তু ফের যাত্রা টেনেছে অভিনেতাকে। তাই মেগা সিরিয়ালের চাপ সামলেও যাত্রা করতে ছুটেছেন। বলেছেন, “যাত্রার দর্শকের তুলনা হয় না। খোলা মাঠে দূর-দূর পর্যন্ত বসে থাকে মানুষ। যতদূর পর্যন্ত চোখ যায় আরকী। অনেকখানি দূরে। এই বিষয়টা আমার দারুণ লাগে। লাইভ অডিয়েন্সের থেকে রেসপন্স একটা বড় বিষয় বলতে পারেন। সিনেমা-সিরিয়ালে সেটা কোথায়!”