‘ভাল চিকিৎসা পেলে, হয়তো বাঁচতাম’, ফেসবুক পোস্টের পরের দিনই মৃত্যু অভিনেতার

স্বরলিপি ভট্টাচার্য |

May 10, 2021 | 12:12 PM

করোনা আক্রান্ত হিসেবে নিজের নাম, বয়স, কোন হাসপাতালে ভর্তি রয়েছেন সব তথ্যই রাহুল ফেসবুকে শেয়ার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ট্যাগও করেন তিনি।

‘ভাল চিকিৎসা পেলে, হয়তো বাঁচতাম’, ফেসবুক পোস্টের পরের দিনই মৃত্যু অভিনেতার
রাহুল ভোরা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

করোনা (covid 19) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর রাহুল ভোরা। রবিবার দিল্লিতে করোনা সংক্রান্ত জটিলতার মৃত্যু হয়েছে তাঁর। ফেসবুকে ভাল চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন ভোরা। কিন্তু কোনও সাহায্য আসার আগেই মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, রাহুলের বয়স হয়েঠিল ৩৫। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর অক্সিজেনের মাত্রার অবনতি হতে থাকে। ফেসবুকে রাহুল লেখেন, ‘আমি যদি ভাল চিকিৎসা পেতাম, হয়তো বাঁচতে পারতাম। তোমাদের রাহুল।’

করোনা আক্রান্ত হিসেবে নিজের নাম, বয়স, কোন হাসপাতালে ভর্তি রয়েছেন সব তথ্যই রাহুল ফেসবুকে শেয়ার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ট্যাগও করেন তিনি। রাহুল আরও লেখেন, ‘এ বার আর সাহসে কুলোচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি আবার জন্ম নেব আর ভাল কাজ করব।’

Mujhe bhi treatment acha mil jata,
To main bhi bach jata tumhaara Irahul Vohra

Name-Rahul Vohra
Age -35
Hospital name…

Posted by Irahul Vohra on Saturday, May 8, 2021

 

এই পোস্টের পরের দিনই রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়জনেরা। পরিচালক রাজ শান্ডিল্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ, এখনও বিশ্বাস করতে পারছি না।’ থিয়েটার কর্মী অরবিন্দ গৌর লিখেছেন, ‘রাহুল চলে গেল। এত গুণী শিল্পী আর নেই। গতকালই ও আমাকে বলছিল, ভাল চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত। দ্বারকায় ওকে শিফট করানোও হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। আমাদের ক্ষমা করিস। আমরা প্রত্যেকেই দোষী। আমার শেষ শ্রদ্ধা।’

রাহুল রেখে গেলেন স্ত্রী জ্যোতি তিওয়ারিকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে মনে করছেন, রাহুলের ফেসবুক পোস্ট এবং তার পরের দিন মৃত্যু দেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার চিত্রই তুলে ধরেছে।

আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের পর সন্তানরা আমার বিয়ে দিতে চেয়েছিল: পূজা বেদী

Next Article