Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দারুণ শোকে শাশ্বত চট্টোপাধ্যায়; মাতৃহারা অভিনেতা, বাতিল করলেন সব কাজ

Saswata Chatterjee Mother Death: মাকে হারালেন শাশ্বত চট্টোপাধ্য়ায়। বাবা অভিনেতা এবং চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছে ২০০৭ সালে। মা অঞ্জলি চট্টোপাধ্যায়কে হারালেন ২০২৪শে। সব কাজ বালিত করে মায়ের কাছেই ছিলেন শাশ্বত। বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে অঞ্জলিদেবীর।

দারুণ শোকে শাশ্বত চট্টোপাধ্যায়; মাতৃহারা অভিনেতা, বাতিল করলেন সব কাজ
শাশ্বত চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Mar 14, 2024 | 9:22 AM

মাতৃহারা হলেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। মা অঞ্জলি চট্টোপাধ্য়ায় প্রয়াত হলেন বুধবার, ১৩ মার্চ, ২০২৪ সন্ধ্যায়। পড়ে গিয়ে চোট পেয়েছিলেন পায়ে। গত শনিবার (০৯ মার্চ, ২০২৪) দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। টানা একমাস শারীরিক অসুস্থতা কাবু করে অঞ্জলিদেবীকে। এই বিষয়ে TV9 বাংলার সঙ্গে বিশদে কথা বললেন শাশ্বত চট্টোপাধ্য়ায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্য়ায়।

মহুয়া TV9 বাংলাকে বলেছেন, “আমার শাশুড়িমা শ্রীমতী অঞ্জলি চট্টোপাধ্য়ায় প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে আমরা শোকাহত। দীর্ঘ একমাস ধরে তিনি অসুস্থ ছিলেন। গত শনিবার তাঁকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। টুকটাক বার্ধক্যজনিত সমস্য়া ছিলই। কিন্তু কোনওটাই প্রচণ্ড অসুস্থতার পর্যায় পৌঁছায়নি। এই চোট থেকেই বাড়াবাড়ি হয়েছে। ডাক্তাররা বলেছেন, তাঁর শরীরে সংক্রমণ হয়েছিল। সেটাই তাঁর প্রাণটা কেড়ে নিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করেছিল। আস্তে-আস্তে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছিল। তাঁকে আমরা হারিয়ে ফেলেছি।”

বিখ্যাত অভিনেতা-চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্য়ায়ের স্ত্রী অঞ্জলিদেবী। তাঁর বয়স হয়েছিল ৭৮। শাশ্বতর সঙ্গে থাকতেন না অঞ্জলিদেবী। শাশ্বতর বাড়ির গল্ফ গ্রিনে। রাস্তার উপর নির্মিত এক বিরাট অ্যাপার্টমেন্টে তাঁর ফ্ল্যাট। কন্যা হিয়া, স্ত্রী মহুয়া এবং মহুয়ার মায়ের সঙ্গে থাকেন শাশ্বত। মা থাকতেন দু’পা এগিয়ে তাঁর ভাইয়ের বাড়িতে। শাশ্বতর ভাইয়ের নাম শুভদীপ। মহুয়া বললেন, “শাশ্বত ঠিক আছে। নিজেকে সামলে নিয়েছেন। ওর শুটিং ছিল মুম্বইয়ে। মায়ের অসুস্থতার জন্য সব বাতিল করে দিয়েছিলেন।”