Karan Kundra Tejasswi Prakash: ঠোঁটে ঠোঁট, জাপটে আদর, করণ-তেজস্বীর অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 14, 2023 | 6:17 PM

Karan Kundra: 'ইনস্ট্যান্ট বলিউড' নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োতে।নিমেষে ভাইরাল হয় ভিডিয়োটি। তবে ভিডিয়োটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ফ্য়ান মহলে।

Karan Kundra Tejasswi Prakash: ঠোঁটে ঠোঁট, জাপটে আদর, করণ-তেজস্বীর অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস
ঠোঁটে ঠোঁট রেখে অন্তরঙ্গ মুহূর্তে করণ-তেজস্বী, ভাইরাল ভিডিয়ো

Follow Us

টেলিভিশনের হিট জুটি এখন করণ কুন্দ্রা (Karan Kundra) ও তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash)। বিগ বস (Bigg Boss)১৫-য়ের অন্দরমহল থেকে অভিনেতা করণের সঙ্গে নাম জুড়েছে ‘স্বরাগিনী’ তেজস্বীর। বলিউডের বহু চর্চিত কাপল এখন তাঁরা। পাপারাৎজিদের চোখ সর্বদা এই জুটির দিকেই। এবার প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রেখে রোম্যান্স করতে দেখা গেল এই সেনসেশন্যাল কাপলকে। বেশ কাছাকাছি অন্তরঙ্গ মুহূর্তেই দেখা গেল দু’জনকে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো।  ভিডিয়ো ঘিরে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

 

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ করণ ও তেজস্বী। বলাবাহুল্য, বিগ বস থেকেই তাঁদের জনপ্রিয়তা দ্বিগুন হয়েছে। সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ঘর থেকেই তাঁদের নিয়ে গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে। বিগ বস থেকেই জমেছে তাঁদের রসায়নও। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ডিস্কো পার্টিতে একে অপরকে চুম্বন করছেন তাঁরা। শুধু তাই নয় বল ডান্সের মাধ্যমে একে অপরকে জড়িয়ে আরও কাছে টেনে নিচ্ছেন।’ইনস্ট্যান্ট বলিউড’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি।নিমেষে ভাইরাল হয় ভিডিয়োটি। তবে ভিডিয়োটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ফ্য়ান মহলে। একদল বেজায় খুশি প্রিয় জুটির রসায়নে। আর একদলের দাবী, এভাবে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো কেন প্রকাশ্যে আনা হল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলের এক পার্টিতে গিয়েছিলেন দু’জনে। সেখান থেকেই ভাইরাল হয় ভিডিয়োটি।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল বলিপাড়ায়, করণ-তেজস্বীর সম্পর্কে নাকি চিড় ধরেছে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। বেশ চুটিয়েই প্রেম করছেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চোখ রাখলেই তা দেখা যায়। লিভ ইন সম্পর্কে আছেন তাঁরা। দুবাইতে ফ্ল্যাটও কিনেছেন দু’জনে। এরপরই গুঞ্জন রটে, তবে কি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা? ? যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।

 

 

 

 

Next Article