যৌন হেনস্থার অভিযোগ বিজয় রাজের বিরুদ্ধে, আদালত কী রায় দিল?

একই ঘটনা ঘটেছে নানা পাটেকরের ক্ষেত্রে। তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তবে কিছু প্রমাণিত হয়নি। ২০১৯-এ নানাকে দোষমুক্ত ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয় সোশ্যাল মিডিয়াতে নানা পাটেকরকে নিয়ে জাজমেন্টের শেষ নেই। দর্শকের একাংশের চোখে তাঁর সম্মান কমে গিয়েছে অনেকটা।

যৌন হেনস্থার অভিযোগ বিজয় রাজের বিরুদ্ধে, আদালত কী রায় দিল?

| Edited By: Bhaswati Ghosh

May 17, 2025 | 8:58 AM

২০২০-তে অভিনেতা বিজয় রাজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তাঁর এক সহকর্মী। ‘শেরনি’ ছবির শুটিং চলছিল তখন। এমন অভিযোগ আসার কারণে বলিউডে বিজয়কে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। যৌন হেনস্থার অভিযোগ বলিউডে যে এই একটা পাওয়া গিয়েছে তা নয়। তাবড়-তাবড় অভিনেতা-পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।

বিজয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর মামলার নিষ্পত্তি হতে এতদিন সময় লাগল। বিজয়ের বিরুদ্ধে যে প্রমাণ দেওয়া হয়েছিল, তা যথেষ্ট নয় বলে রায় দিয়েছে মহারাষ্ট্রের আদালত। সিসিটিভি ফুটেজ থেকেও কিছু প্রমাণ করা যায়নি বিজয়ের বিরুদ্ধে। তবে বিজয়ের আইনজীবী একটা বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর দাবি, ২০২০-তে এমন অভিযোগ ওঠার পর বিজয়ের কাজ পেতে সমস্যা হয়েছে বলিউডে।

একই ঘটনা ঘটেছে নানা পাটেকরের ক্ষেত্রে। তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তবে কিছু প্রমাণিত হয়নি। ২০১৯-এ নানাকে দোষমুক্ত ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হয় সোশ্যাল মিডিয়াতে নানা পাটেকরকে নিয়ে জাজমেন্টের শেষ নেই। দর্শকের একাংশের চোখে তাঁর সম্মান কমে গিয়েছে অনেকটা।

বলিউডে অন্যধারার যেসব অভিনেতা দারুণ কাজ করছিলেন, তার মধ্যে অন্যতম বিজয় রাজ। কিন্তু গত পাঁচ বছরে বিজয়ের কাজের সংখ্যা কমেছে। একেবারে কাজ পাচ্ছেন না সেটা নয়। কিন্তু বলিউডের প্রথম সারির পরিচালকদের ছবিতে তাঁর এমন চরিত্র কই যা বিজয়কে খ্যাতির শীর্ষে পৌঁছে দেবে? বিজয়ের ঘটনাকে ঘিরে এখন নানা মুনির নানা মত বলিউডের অন্দরে।