সোহিনী চরম আক্রমণের মুখে, সঙ্গে বিক্রম, কী করেছেন যুগলে?
এরকম ঘটনা টলিউডে প্রথম নয়। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে শহরে। তবে শুধু পোস্টার ছিঁড়েই নয়, পোস্টারের উপর বিজ্ঞাপন সাঁটিয়েও, প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অনেকে।
মাটিতে ছড়িয়ে রয়েছে পোস্টারের নানা অংশ। কোথাও আবার দেওয়ালে কিছুটা অংশ সাঁটা আর বাদ বাকি গায়েব। সিনেমার প্রচারে অন্যতম মাধ্যম যে পোস্টার, তারই এমন দশা! কষ্ট করে, রাত জেগে, শহরের নানা প্রান্তে যে পোস্টার লাগানো হল, তা প্রায় রাতারাতিই দেওয়াল থেকে প্রায় নিশ্চিহ্ন। হ্যাঁ, এমনই ঘটেছে বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারের নতুন ছবি ‘অমরসঙ্গী’র পোস্টারের সঙ্গে। যা দেখার পর হতাশার সুরে বিক্রমের লম্বা পোস্ট। বিক্রম স্পষ্ট লিখলেন, ”রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু অমরসঙ্গী দেখতে পাবেন সিনেমা হলে… ”
এরকম ঘটনা টলিউডে প্রথম নয়। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে শহরে। তবে শুধু পোস্টার ছিঁড়েই নয়, পোস্টারের উপর বিজ্ঞাপন সাঁটিয়েও, প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অনেকে। যেমন, গত বছর জুন মাসে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবির পোস্টারের উপর অন্য বিজ্ঞাপন আটকানোর ঘটনায় সোশাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন কৌশিক। তবে বিক্রমের পোস্টে গর্জন নয়, রয়েছে হতাশার সুর।
এই খবরটিও পড়ুন
View this post on Instagram
ছেঁড়া পোস্টারের ছবি শেয়ার করে বিক্রম লিখলেন, ” আগামী ৩১শে জানুয়ারী সিনেমাহলে মুক্তি পাচ্ছে “অমরসঙ্গী”।আমাদের অনেকটা রক্ত,ঘাম মিশে আছে এই সিনেমার নির্মানের সঙ্গে,হয়তো বেশ কিছুটা স্বপ্নও। সিনেমার প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার প্রযোজক কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন, কলকাতা শহরের নানান জায়গায়র অংশে সেগুলাও লাগানোও হয়েছে। অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য। অদ্ভুত ভাবে শুধু আমাদেরই পোস্টার গুলো নির্মম ভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে, পোস্টার ফেলার ১ দিন এর মধ্যে। আমাদের প্রযোজকের পক্ষে সম্ভব না আবার নতুন করে পোস্টার ছাপিয়ে গোটা শহর জুড়ে লাগানো।তাই আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কিনা জানিনা, কিন্তু #অমরসঙ্গী দেখতে পাবেন সিনেমা হল এ ৩১ এ জানুয়ারি থেকে। দেখা হচ্ছে।”
পরিচালক দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রেমের গল্প হলেও তাতে ভূতুড়ে কারবার দেখতে পাওয়া যাবে। আর নায়ক-নায়িকার মধ্যে দুষ্টু-মিষ্টি রসায়নও থাকবে।