প্রয়াত (Celebrity death) হলেন তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা বিবেক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিবেককে চেন্নাইয়ের এসআইএমএস হাসপাতলে ভর্তি করা হয়। আপৎকালীন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেতার। অপারেশনের পর ইসিএমও সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ভোর চারটে ৩৫ মিনিটে প্রয়াত হন বিবেক।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বিবেক। করোনার (covid 19) টিকা নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। সকলকে করোনার টিকা নেওয়ার বার্তা দেন। পাশাপাশি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তারপর হঠাৎই তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে সব মহলে।
@Actor_Vivek can’t believe you’ve left us ..May you rest in peace ..you’ve entertained us for decades ..your legacy will stay with us?
— A.R.Rahman #99Songs ? (@arrahman) April 17, 2021
What a shock in the morning ! @Actor_Vivek is no more Cannot believe it! No words #RIPVivek RIP SIR pic.twitter.com/kUM2BgCtVm
— SRIKANTH SAYAM (@srikanth1171) April 17, 2021
তবে হাসপাতাল সূত্রে খবর, বিবেকের অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং কার্ডিওজেনিক শক ছিল। হার্টের ধমনীতে ১০০ শতাংশ ব্লক পেয়েছিলেন চিকিৎসকরা। সেই অনুযায়ী তাঁর চিকিৎসা হয়েছিল। এর সঙ্গে করোনার টিকা নেওয়ার কোনও যোগ নেই বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে।
The made who made us laugh has left us all in tears! Actor #Vivekh has passed away at 4.35am this morning, after suffering a heart attack yesterday.#RIPVivek ??? pic.twitter.com/trDLlBH1j0
— . (@Bablurockzzzz) April 17, 2021
বিবেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে। তাঁর বহু অনুরাগী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এ আর রহমান টুইট করেছেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছে, এটা বিশ্বাস করতে পারছি না। তোমার আত্মার শান্তি কামনা করি। দশকের পর দশক ধরে তুমি আমাদের বিনোদন দিয়েছে। তোমার কাজ আমাদের মধ্যে থেকে যাবে।’
Loss of words #RIPVivek
Apart from grt actor , he was a very good human. His contribution to society and environment gave more inspiration to others & respect to him ? @Actor_Vivek u r a true star ? u lived by a grt example for youths. Will be missing u
— Loganathan (@logu_ceg) April 17, 2021
১৯৮৭ সালে পরিচালক কে বালাচন্দ্রর হাত ধরে চলচ্চিত্র জগতে ডেবিউ করেছিলেন বিবেক। তাঁর কাজের মাধ্যমেই দর্শকের মনে আজীবন থেকে যাবেন অভিনেতা।