
‘অনুরাগের ছোঁয়া’ বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। সেই ধারাবাহিকে দীপার চরিত্র অভিনয় করেন স্বস্তিকা ঘোষ। এটা মূলত দীপা আর সূর্যর প্রেমের গল্প। আর সেখানে বাধা সৃষ্টি করার জন্য একদম তৈরি থাকত মিশকা। এই চরিত্রটি করতেন অহনা দত্ত। তাই ছোটপর্দায় দীপা আর অহনার একদম মারপিটের সম্পর্ক বলা যায়।
এই ধারাবাহিক থেকেই নজর কাড়েন অহনা। তারপর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। তবে হঠাত্ কাজ বন্ধ করে দেন। কারণটা ব্যক্তিগত। মেকআপ শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেম হয় অহনার। ২২ বছর বয়সের আগেই তিনি বিয়ে করে নেন বাড়ির অমতে। এই মুহূর্তে অহনা সন্তানসম্ভবা। অভিনেত্রীর মা মেয়ের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন। মেয়ের মুখ দেখেন না তিনি। এসব কথা অহনা সোশ্যাল মিডিয়াতেই অধিকাংশ সময় ভাগ করে নেন।
ছোটপর্দায় যে দীপার সঙ্গে এত ঝামেলা মিশকার, সেই স্বস্তিকা কিন্তু অহনাকে ডোনাট পাঠিয়ে দিলেন বাড়িতে। ডোনাটে কামড় বসিয়ে অহনা একটা ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, আসলে ব্যক্তিগত জীবনে স্বস্তিকার সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো।
মা হওয়ার জার্নির খুঁটিনাটি ইদানীং নিয়ম করে শেয়ার করছেন অভিনেত্রী। যেমন তিনি জানিয়েছেন, পেটে সন্তানের কিক অনুভব করেছেন প্রথমবার। এটা তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। জীবনে বিয়ে করা এবং মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি যে ভুল করেননি, সে কথা ফেসবুকেই লিখেছেন অভিনেত্রী। বাড়িতে কোনও মহিলা অভিভাবক না থাকার কারণে বেশ কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে অহনাকে, তা তাঁর লেখায় স্পষ্ট। তবে মা হওয়ার জন্য বেশ এক্সাইটেড অহনা।