‘ডিপ্রেশন…ভেবেছিলাম বাঁচব না’, ‘দাপুটে’ লাভলি মৈত্রর কী হয়েছিল সেদিন?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 17, 2024 | 2:56 PM

Lovely Maitra: মাত্র কয়েক দিন আগের কথা। আরজি কর প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বেফাঁস মন্তব্যের জেরে তৈরি হয় বিস্তর সমস্যার। যদিও এখন রাজনীতির মঞ্চেই দেখা যায় তাঁকে। অভিনয়ের মাধ্য়মেই তাঁর ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু। সিরিয়ালের চেনা মুখ ছিলেন তিনি। লাভলি অভিনীত 'জল নুপূর' সিরিয়ালটি দর্শকের নজরও কাড়ে। জানেন বহু বছর মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি?

ডিপ্রেশন...ভেবেছিলাম বাঁচব না, দাপুটে লাভলি মৈত্রর কী হয়েছিল সেদিন?
লাভলি মৈত্র, তৃণমূল বিধায়ক
Image Credit source: Facebook

Follow Us

মাত্র কয়েক দিন আগের কথা। আরজি কর প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বেফাঁস মন্তব্যের জেরে তৈরি হয় বিস্তর সমস্যার। যদিও এখন রাজনীতির মঞ্চেই দেখা যায় তাঁকে। অভিনয়ের মাধ্য়মেই তাঁর ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু। সিরিয়ালের চেনা মুখ ছিলেন তিনি। লাভলি অভিনীত ‘জল নুপূর’ সিরিয়ালটি দর্শকের নজরও কাড়েন। কিন্তু এই সিরিয়ালের পর আর তেমন ভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। বিয়ের পর আড়াই বছর টলিপাড়া থেকে দূরে ছিলেন তিনি।

যে কারণে মনরোগ বিশেষজ্ঞকেও দেখাতে হয়েছিল অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ককে। সে কথাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শোনান লাভলি। তাঁর পুরনো ভিডিয়ো আবারও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যেমের পাতায়। বেশ কয়েক বছর আগে রচনা বন্দোপাধ্যায় সঞ্চালিত রিয়্যালিটি শো-এ বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন লাভলি। সেখানেই তিনি জানান কেন তাড়াতাড়ি বিয়ে করেন তিনি। কেনই বা অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। লাভলির স্বামী পুলিশের উচ্চপদস্থ কর্মচারী। তাই বিয়ের পরেই স্বামীর সঙ্গে চলে গিয়েছিলেন বালুরঘাট।

লাভলি বলেন, “আমি স্বেচ্ছায় নিজের পেশা ছেড়ে দিয়েছিলাম। বরের পোস্টিং ছিল বালুরঘাটে। নিজের ইচ্ছাতেই চলে গিয়েছিলাম ওর সঙ্গে। তখন বুঝতে পারিনি আমি এতটা মিস করব! ভাবিনি ডিপ্রেশনে চলে যাব। যে কারণে আমায় চিকিত্‍সকের পরামর্শও নিতে হয়েছিল। খুব খারাপ সময় কাটিয়েছি। শেষ পর্যন্ত বুঝেছিলাম নিজের পেশাকে ছাড়া আমি বাঁচব না। বালুরঘাটের বাংলোতে একা থাকতে হত। সেটা আরও সমস্যা তৈরি করেছিল।” মায়ের অসুস্থতার জন্যই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লাভলি। তবে বর্তমানে তিনি অভিনেত্রী কম নেত্রী বেশি। তাঁকে শেষ ‘গুড্ডি’ সিরিয়ালে দেখেছিলেন দর্শক। আপাতত শুটিং ফ্লোর নয় রাজনৈতিক মঞ্চেই বেশি দেখা যায় তাঁকে।

Next Article