‘…ভয় পেয়েছিলাম’, প্রেমিকের সঙ্গে প্রথম ডেটে গিয়ে কী কাণ্ড করেছিলেন দিতিপ্রিয়া?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 09, 2025 | 11:47 AM

Ditipriya Roy: গত কয়েক বছর ধরে পড়াশোনা এবং অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। একের পর এক হিট ওয়েব সিরিজ তাঁর ঝুলিতে। আপাতত নতুন ছবির প্রচার নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আসতে চলেছে তাঁর নতুন ছবি 'পাটলীগঞ্জের পুতুলখেলা'।

...ভয় পেয়েছিলাম, প্রেমিকের সঙ্গে প্রথম ডেটে গিয়ে কী কাণ্ড করেছিলেন দিতিপ্রিয়া?

Follow Us

গত কয়েক বছর ধরে পড়াশোনা এবং অভিনয় সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। একের পর এক হিট ওয়েব সিরিজ তাঁর ঝুলিতে। আপাতত নতুন ছবির প্রচার নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘পাটলীগঞ্জের পুতুলখেলা’। যে ছবিতে সোহম মজুমদারের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।

তবে নতুন বছরে দিতিপ্রিয়ার অনুরাগীরা একের পর এক চমক পেয়েছেন। এই যেমন আবারও ছোট পর্দায় ফিরছেন নায়িকা। একেবারে নতুন ভাবে। সিরিয়ালের নাম ‘তোমাকে ভালবেসে’। জীতু কমলের সঙ্গে নাকি জুটি বাঁধছেন তিনি। এ তো গেল তাঁর পেশার কথা। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু দর্শক মনে আগ্রহের শেষ নেই। চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার শমীক মিত্রর প্রেমে পড়েছেন অভিনেত্রী এ কথা এত দিনে সবাই জেনে গিয়েছেন। কিন্তু জানেন কি শমীকের সঙ্গে প্রথম ডেটে কী হয়েছিল?

সম্প্রতি ‘টলি টাইম’-কে দেওয়া সাক্ষাত্‍কারে তাঁর প্রথম ডেটের কথাই শোনালেন দিতিপ্রিয়া। এর আগে এ ভাবে কোনও ছেলের সঙ্গে দেখা করতে যাননি তিনি। তাই সে দিন বেশ ভয়ই পেয়েছিলেন। দিতিপ্রিয়া বলেন, “আমি আগে কখনও এ ভাবে ডেটে যায়নি। তাই প্রথম যেদিন শমীকের সঙ্গে দেখা করতে যাই মা-কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আরও দুজনকে। ওদের বলেছিলাম রেস্তরাঁর অন্য টেবিলে বসতে। কেউ তো আর বুঝতে পারবে না। তেমনটাই হয়েছিল। শমীকের সঙ্গে কথা এত ভাল লেগেছিল যে তখনই মাকে ডেকে আলাপ করিয়ে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়েছিল।” এ কথা বলতে বলতে নিজেই হেসে ফেলেন অভিনেত্রী। আপাতত বেশ আনন্দেই আছেন তাঁরা। নায়িকার প্রেমিকের সঙ্গেও তাঁর মা-বাবার খুব ভাল বন্ধুত্ব।

Next Article