Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাঁর প্রেমিক শিখরের সঙ্গে সারারাত পার্টি করলেন সচিন-কন্যা সারা; প্রচণ্ড রাগে এই কাজ করে বসলেন জাহ্নবী

Janhvi-Sara Fight: দু'জন অভিনেতার সঙ্গে প্রেমের পর জাহ্নবী ফিরে গিয়েছেন তাঁর ছোটবেলার ভালবাসা শিখরের কাছে। এমনকী, তাঁর স্পিড ডায়ালেও রয়েছে শিখরের নম্বর। তবে এই শিখরের সঙ্গে সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকার পার্টি করেছেন সারারাত। যা জানার পর ভয়ানক চটেছেন জাহ্নবী। এতটাই রেগে গিয়েছেন যে, সারাকে সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন তিনি।

তাঁর প্রেমিক শিখরের সঙ্গে সারারাত পার্টি করলেন সচিন-কন্যা সারা; প্রচণ্ড রাগে এই কাজ করে বসলেন জাহ্নবী
জাহ্নবী কাপুর এবং সারা তেন্ডুলকার।
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 8:19 PM

জাহ্নবী কাপুরের প্রেমিকের নাম শিখর পাহাড়িয়া। শ্রীদেবী কন্যার সঙ্গে ছোটবেলা থেকেই বন্ধুত্ব শিখরের। প্রেম হয়েছিল তাঁদের। যদিও সে সম্পর্ককে চিরকালই বন্ধুত্ব বলে এসেছেন জাহ্নবীএবং শিখর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করার পর যদিও জাহ্নবির জীবনে আসে আরও দুই পুরুষ। একজন আর প্রথম ছবি ‘ধড়ক’-এর নায়ক ঈশান খট্টর। অন্যজন অভিনেতা কার্তিক আরিয়ান। এই দুই অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে জাহ্নবীর। তবে এই মুহূর্তে দুটোই অতীত। জাহ্নবী ফিরে গিয়েছেন তাঁর ছোটবেলার ভালবাসা শিখরের কাছে। এমনকী, তাঁর স্পিড ডায়ালেও রয়েছে শিখরের নম্বর। তবে এই শিখরের সঙ্গে সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকার পার্টি করেছেন। যা জানার পর ভয়ানক চটেছেন জাহ্নবী। এতটাই রেগে গিয়েছেন যে, সারাকে সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন তিনি।

ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের একমাত্র কন্যা সারা একজন ইন্টারনেট সেনসেশন। তিনি ছবিতে অভিনয় করতে আগ্রহী। বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখাও করে এসেছেন তিনি। তবে সারা আরও বেশি আলোচিত হয়েছেন এবারের ক্রিকেট বিশ্বকাপের সময়। সারার সঙ্গে তরুণ ক্রিকেটার শুভমন গিলের প্রেমের গুঞ্জন রয়েছে। কেবল তাই নয়, সারা একাধিকবার শুভমনকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট বিশ্বকাপের আগে ডেঙ্গি হয়েছিল শুভমনের। সোশ্যাল মিডিয়ার তাঁর আরোগ্য কামনা করেছিলেন সারা। তারপর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়াতেই নানাভাবে তাঁকে উৎসাহ দিয়েছিলেন সারা। এই শুভমনের সঙ্গে নাকি ডেট করেছিলেন সইফ আলি খানের কন্যা সারা আলি খানও। যদিও সেই গুঞ্জন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সইফ-কন্যা নিজেই।

এবার সারা তেন্ডুলকরের সঙ্গে শিখর পাহাড়িয়ার পার্টি করার গুঞ্জন ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে নেটপাড়ায়। যার পরই জাহ্নবী চোটেছেন ভীষণভাবে। দু’জনের মধ্যে বরফ কি গলবে?