AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে, শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতে। দেখা দিয়েছিল আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও। কামিনী ছিলেন ধর্মেন্দ্রর কেরিয়ারের প্রথম দিকের ছবির নায়িকা। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল শহিদ ছবিতে। ছবিটি মুক্তি পায় ১৯৪৬ সালে।

প্রয়াত ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল
| Updated on: Nov 14, 2025 | 2:49 PM
Share

প্রয়াত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল। বয়স হয়েছিল ৯৮। বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্য়ায় ভুগছিলেন। শুক্রবার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে, শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতে। দেখা দিয়েছিল আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও। কামিনী ছিলেন ধর্মেন্দ্রর কেরিয়ারের প্রথম দিকের ছবির নায়িকা। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ‘শহিদ’ ছবিতে। ছবিটি মুক্তি পায় ১৯৪৬ সালে। কয়েক মাস আগে সোশাল মিডিয়ায় কামিনী কৌশলকে নিয়ে বিশেষ পোস্টও করেছিলেন ধর্মেন্দ্র।

১৯২৭ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন কামিনী। ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়ের প্রতি টান ছিল তাঁর। দেশভাগের পর ভারতে আসায় মুম্বইয়ে ধীরে ধীরে সিনেমার সঙ্গে যুক্ত হতে শুরু করেন। প্রায় ৯০ টি সিনেমায় অভিনয় করেছেন কামিনী। শহিদ, নদিয়া কে পার, আরজু, বিরজ বাহু, ঝঞ্ঝর, বড়ে সরকার, জেইলার, নাইট ক্লাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। তাঁর অভিনীত নিচা ঘর ছবিটি ১৯৪৬ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। জিতে নিয়েছিল পামে ডিয়োর পুরস্কারও।

কামিনী কৌশল অভিনয় করেছেন, দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো হিরোদের সঙ্গে। দাপুটে হিরোর পাশে অভিনয় করেও, নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অভিনেত্রী। হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া বলিউডে।