AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনের শেষ ছবিটা কার সঙ্গে করতে চান মাধবী মুখোপাধ্যায়?

Madhabi Mukherjee: সত্যজিৎ রায় থেকে শুরু করে পরপর বেশকিছু পরিচালকের সঙ্গে কাজ করলেন মাধবী মুখোপাধ্যায়। কেবল সিনেমা নয়, সিরিয়ালেও দেখা যায় তাঁকে। মাধবী মুখোপাধ্যায় এই বয়সেও অভিনয় করার ইচ্ছা রাখেন প্রাণে। তিনি জানিয়েছেন, অভিনেত্রী প্রভাদেবী এবং শিশির কুমার ভাদুড়ীর সঙ্গে অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন। আক্ষেপের সুরে এও বলেছেন, "দুঃখ লাগে এটা ভেবে যে, আজকের প্রজন্ম এই প্রতিভাবানদের অভিনয় দেখতেই পেল না। এটা একটা বড় আক্ষেপের জায়গা আমার কাছে।"

জীবনের শেষ ছবিটা কার সঙ্গে করতে চান মাধবী মুখোপাধ্যায়?
মাধবী মুখোপাধ্যায়।
| Updated on: Feb 23, 2024 | 5:10 PM
Share

দেখতে-দেখতে জীবনের অনেকগুলো বসন্ত পার করলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কিছুদিন আগে বেশ অসুস্থ হয়েছিলেন মাধবী। জানুয়ারি মাসের শুরুতে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তাঁর। মৃণাল সেনের একটি স্মরণ সভায় খোলা ময়দানে বসে ছিলেন বলে তাঁর এই শরীর খারাপ। বাড়ি থেকে বেরনোও বন্ধ করে দিয়েছিলেন তিনি। বেশ কিছুদিন বিশ্রামেও ছিলেন। বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী। এই অনুষ্ঠানে যদিও উপস্থিত থেকেছেন তিনি। বই প্রকাশের পর বেশকিছু প্রশ্নের জবাব দিয়েছেন মাধবী।

সত্যজিৎ রায় থেকে শুরু করে পরপর বেশকিছু পরিচালকের সঙ্গে কাজ করলেন মাধবী মুখোপাধ্যায়। কেবল সিনেমা নয়, সিরিয়ালেও দেখা যায় তাঁকে। মাধবী মুখোপাধ্যায় এই বয়সেও অভিনয় করার ইচ্ছা রাখেন প্রাণে। তিনি জানিয়েছেন, অভিনেত্রী প্রভাদেবী এবং শিশির কুমার ভাদুড়ীর সঙ্গে অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন। আক্ষেপের সুরে এও বলেছেন, “দুঃখ লাগে এটা ভেবে যে, আজকের প্রজন্ম এই প্রতিভাবানদের অভিনয় দেখতেই পেল না। এটা একটা বড় আক্ষেপের জায়গা আমার কাছে।”

জীবনের শেষ ছবিতে একজন বিশেষ অভিনেতার সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন মাধবী। তিনি আর কেউ নন, ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ সম্পর্কে কথা বলতে গিয়ে মাধবী মুখোপাধ্যায় বলেন, “প্রসেনজিৎ আমার ভীষণ প্রিয় মানুষ। ওর কেরিয়ারের প্রথম ছবি ছিল আমার সঙ্গে। তাই আমি আমার কেরিয়ারের শেষ ছবিটাও ওর সঙ্গেই করতে চাই।”

‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় শিশুশিল্পী ছিলেন প্রসেনজিৎ। ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে তাঁর অভিভাবকের চরিত্রে ছিলেন প্রসেনজিতের নিজের বাবা কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। মাধবীর এই স্বপ্ন কি পূরণ হবে, বলবে সময়।