
বিয়ের পর থেকে তুলনায় চওড়া শাঁখা-পলা পরেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে তাই নিয়ে ফেসবুকে এমন একটা পোস্ট করেছেন অভিনেত্রী, যা নিয়ে অনেকে সমালোচনা করতে শুরু করেছেন। মধুবনী লিখেছেন, ”মোটা মোটা শাঁখা পলা পরার চল আমি নিয়ে এসেছি, বললেই চলে… ২০১৬-য় যখন বিয়ে হয়, তখন মোটা শাঁখা পরেই বিয়ে করেছিলাম… তারপর দেখেছিলাম, অনেকেই মোটা শাঁখা পরছে… দেখে খুব ভালো লেগেছিলো… যে যাক, শাঁখা পলা পরাই যেখানে উঠে গিয়েছিলো, সেখানে “স্টাইল” করার জন্য হলেও, লোকে তো পরছে। এরপর, অনেক পরে, যখন মোটা শাঁখার সঙ্গে মোটা পলাও পরা শুরু করলাম, তখন লোকে সেটাও ফলো করলো… আমি সব রকম আউটফিটের সঙ্গেই শাঁখা পলা পরি, আমার এখনকার এই সোনালি চুলের সঙ্গেও পরছি! অনেকে আমায় জিজ্ঞেস করেন, আমি কেন শাঁখা পলা পরি? আমি পরি আমার স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের কামনায়… এটা আমার বিশ্বাস… সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি পরি… আর একটা কথা… আমি মনে করি, শাঁখা পলা, সিঁদুর এগুলো এমন আভূষণ, যা চাইলেই পরা যায় না… এর জন্য, অবশ্যই প্রাথমিকভাবে বিয়ে হওয়াটা ম্যান্ডেটরি, এবং স্বামীর দেহে থাকাটাও অত্যাবশ্যক…যারা প্রফেশনের কারণে পরতে পারেন না, তাদেরটা অবশ্যই গ্রহণযোগ্য… কিন্তু “এমনি পরি না”, বা “দেখতে গাঁইয়া লাগে” ভেবে যারা পরেন না, তাদের অন্তত এটুকু মাথায় রাখা উচিত, যে এমন অনেকে আছেন, যারা এগুলো পরার সুযোগই পান না…”। এরপর মধুবনী যোগ করেছেন, ”আমি কাউকে আমার কথা মেনে চলতে বলছিনা… আমি তেমনটা এক্সপেক্ট ও করি না… আমি শুধু আমার পার্সপেক্টিভটা সবার সাথে শেয়ার করলাম… ”। তবে অনেকেরই বক্তব্য শাঁখা-পলা পরার সঙ্গে মঙ্গল কামনার কোনও সম্পর্ক নেই।