Nusrat-Pujo-Shoot: বিগ বস-এর বাড়ির সদস্য হওয়ার জল্পনার মাঝে নুসরতের পুজোর নতুন সাজ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 21, 2022 | 11:38 PM

Nusrat-Pujo-Shoot: অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তিনি প্রবলভাবে সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। নিজের নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

Nusrat-Pujo-Shoot: বিগ বস-এর বাড়ির সদস্য হওয়ার জল্পনার মাঝে নুসরতের পুজোর নতুন সাজ
নতুন পুজোর সাজে নুসরতকে দেখুন

Follow Us

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর শপিং শুরু হয়েছে অনেকদিন। এখন প্রায় শেষের পথে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজেদের এই উৎসবে সাজিয়ে তুলতে চান। গত দুই বছর কোভিডের কারণে তেমনভাবে দুগোৎসবে আনন্দ করতে পারা যায়নি। এবার সেই সব একসঙ্গে মিটিয়ে নেওয়ার পালা। মানুষের পাশাপাশি প্যাণ্ডেলও সেজে উঠেছে। ইতিমধ্যেই আলোর রোশনাইতে সেজেছে সর্বত্র। সেলিব্রিটিরা শুধু শপিং করেই থামছেন না, করছেন পুজোর শুটও।

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তিনি প্রবলভাবে সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। নিজের নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। শহর হোক কিংবা বেড়াতে যাওয়ার ছবি-কিছুই বাদ থাকে না তাতে। যেমন কয়েকদিন আগে তিনি তাঁর সঙ্গী যশের সঙ্গে গিয়েছিলেন বেড়াতে। সেখান থেকে প্রতি মুহূর্তে জুড়েছিলেন ভক্তদের সঙ্গে বিভিন্ন পোস্টের মাধ্যমে। স্টিল থেকে ভিডিয়ো সব ধরনের পোস্ট ছিল। কখনও একা তো, কখনও সঙ্গে রয়েছেন যশ। শহরে ফিরেই তিনি ক্যাপ্টেন ভেরি সামনে একটু শান্তির খোঁজে দাঁড়িয়ে পড়েন। সেই ছবিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্যাপশনসহ, ‘উপরে আকাশ, নীচে পৃথিবী, তার মাঝে শান্তির খোঁজে’।

 

সলমন খানের রিয়্যালাটি শো বিগ বস ১৬-তে তিনি যাচ্ছেন, এই খবর টালিগঞ্জ ছাড়িয়ে বি-টাউনেরও আলোচনার বিষয়। আর সেটা যদি সত্যি হয়, তাহলে ১ অক্টোবর থেকে তাঁকে নিয়মিত পাওয়া যাবে না ইনস্টাতে। তাই এখন পুজোর যাবতীয় সাজে তিনি নিজেকে মেলে ধরছেন, করছেন নানা ফটোশুট। সাদা, কমলা, লাল লেহেঙ্গায় তাঁর নতুন ফটোশুটে মুগ্ধ তাঁর ভক্তরা। কমেন্ট বক্স ভরেছে যথারীতি ভালবাসা, আগুন-এমন নানা ইমোজিতে। রয়েছে মন্তব্যও। সুন্দরী এই শব্দটি রয়েছে বেশি মন্তব্যে। কারও মতে বক্সবাস্টার ভিডিয়ো, তো কেউ প্রশ্ন করেছেন বিগ বস-এ যাচ্ছেন কি না। তবে নুসরত সরাসরি তেমন কোনও উত্তর দেন না ভক্তদের প্রশ্নের। এবারও তার অন্যথা হল না। কথা হয়, কাজে থুড়ি পোস্টে বিশ্বাসী নুসরত। তবে প্রশ্ন রয়েই যাচ্ছে তিনি কি এবার সলমনের বিগ বসের বাড়ির সদস্য হচ্ছেন?

Next Article