বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি খুব একটা সহজ নয়। বাংলা সিরিয়ালে পরিচিত ভিলেনের চরিত্রে অভিনয় করে লাইমলাইট অনেক আগেই কেড়ে নিয়েছেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন বিনোদন জগতের তাঁর কোনও বন্ধু নেই। কিংবা বলতে চেয়েছেন, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু থাকতে নেই। অভিনয় জগতে তাঁর নানাবিধ স্ট্রাগলের কথা নিজে মুখেই বলেছেন নন্দিনী।
সরাসরি লবিংয়ের দিকে আঙুল তুলেছেন অভিনেত্রী। বলেছেন, লবির অংশ হতে পারলে টলিপাড়ায় কাজ পাওয়া যায়। পর্দায় দুঁদে ভিলেনের চরিত্রে অভিনয় করলেও ভিতর থেকে বেশ পজ়িটিভ একজন মানুষ তিনি। কিছুদিন আগেই স্বল্প বসনা হয়ে সমুদ্র সৈকতের ছবি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন নন্দিনী। মাঝ বয়সে পৌঁছে তাঁর সেই সাহসী পদক্ষেপকে বাহবা জানিয়েছিল বহু অনুগামী।
নন্দিনীর আক্ষেপ, বাংলার বিনোদন জগৎ সেই ভাবে কাজের সুযোগ করে দেয়নি তাঁকে। বলেছেন, “আমি কাজ করছি ঠিকই, কিন্তু যে চরিত্রটা পেলে আমার অভিনয় জীবন সার্থক হতে পারে, তা আমাকে দেওয়া হয়নি।” বিষয়টি নিয়ে অসম্ভব গ্লানি প্রকাশ করেছিলেন নন্দিনী।
এই মুহূর্ত প্রযোজক-লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালবাসা’-এ একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন নন্দিনী। সেই চরিত্রটি তাঁর আপন সন্তানকে পরিত্যাগ করেছে অর্থের লোভে। দারুণ সুন্দর অভিনয় করছেন নন্দিনী। কিন্তু ব্যক্তিজীবনে তিনি মা হিসেবে দারুণ। তাঁর দুই সন্তান। একটি পুত্র এবং একটি কন্যা। তাঁদের নিয়ে তিনি বেশ গর্বিত নন্দিনী। চোখের জল ফেলতে-ফেলতে বলেছেন, “আমার দুই সন্তান হল ঈশ্বরের আশীর্বাদ। ওরা ছাড়া আমি কিচ্ছু না।”