খুনের চেষ্টা! বিমানবন্দর থেকে আটক বাংলাদেশের নায়িকা নুসরত

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল ঢাকার ভাটারা থানায়, সেই মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর।

খুনের চেষ্টা! বিমানবন্দর থেকে আটক বাংলাদেশের নায়িকা নুসরত

| Edited By: জয়িতা চন্দ্র

May 18, 2025 | 7:07 PM

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং এপার বাংলারও পরিচিত মুখ নুসরত ফারিয়া-কে রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন। ঠিক সেই সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল ঢাকার ভাটারা থানায়, সেই মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই মাসে অশান্ত পরিস্থিতির সময় নুসরতের বিরুদ্ধে এক ঘটনায় জড়িয়ে পড়া কথা শোনা যায় এবং সেই সময় খুনের চেষ্টা করার অভিযোগও ওঠে। গ্রেফতারের পর প্রথমে তাঁকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশের (DB) হাতে তাঁকে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

২০১৫ সালে অভিনয় জীবন শুরু নুসরত ফারিয়ার। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও তিনি বেশ জনপ্রিয়। অভিনয় করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ এবং ‘আবার বিবাহ অভিযান’–এর মতো ছবিতে। সম্প্রতি তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এখন দেখার বাংলাদেশ পুলিশের তরফ থেকে নায়িকাকে নিয়ে কী পদক্ষেপ করা হয়। তাঁর আগামী প্রজেক্টগুলোর পরিস্থিতিই বা কি দাঁড়ায়।