
পায়েল সরকার কীভাবে সুচিত্রা সেন হতে পারেন? স্বর্ণযুগের কিংবদন্তি নায়িকার চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, বিষয়টা একেবারেই সেরকম নয়। তবে ‘সপ্তপদী’ নাটকে থাকছেন নায়িকা পায়েল সরকার। তাঁর বিপরীতে থাকছেন দীপ। মানে যদি পায়েল সরকার সুচিত্রা সেন হন, তা হলে তাঁর উত্তম কুমার হচ্ছেন দীপ। এই নাটকের রিহার্সাল ইতিমধ্যেই জমজমাট। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো বেশ কিছু নামী অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে। ১৩ এপ্রিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে এই নাটক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্ট ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন ভিড় হচ্ছে না দর্শকের, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।
অভিনেত্রী পায়েল সরকার নায়ক ঘিরে তাঁর এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত। সিনেমায় তাঁকে নিয়মিত দেখা যায়। তবে অনেক সিনেমা হলে আসে আবার চলে যায়, দর্শকদের চোখেই পড়ে না। তিনি কি এই রকম কোনও এক্সপেরিয়েন্স করেছেন, যেখানে ছবি করার পর মনে হয়েছে, যেমন ভেবেছিলেন, তেমনটা হল না? সম্প্রতি এই প্রশ্নের উত্তরে নায়িকা বলেছেন, “আমি চিত্রনাট্য পড়ে কোনও ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।” এই নাটকের বিন্যাস যে পায়েলের পছন্দ হয়েছে তা স্পষ্ট। সুচিত্রা সেন যে চরিত্র করেছেন, সেই চরিত্র নিয়ে মঞ্চে উপস্থিত হওয়াটাও বড় ব্যাপার।