AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘… লোকটা আমাকে পাত্তাই দিল না’, আক্ষেপ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana Banerjee: রচনা বন্দ্যোপাধ্যায় এমন এক বাঙালি অভিনেত্রী যিনি একাধারে যেমন নায়িকা হয়ে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে, তেমনই অভিনয় করেছেন দেবের নায়িকা হয়েও। কিন্তু যে নায়কের সঙ্গে তিনি ৩৫-৪০টি ছবিতে কাজ করেছেন, তাঁর বিরুদ্ধে এক বিশেষ নালিশ অভিমানের সুরে জানিয়েছেন 'দিদি নম্বর ওয়ান'। কে সেই নায়ক?

'... লোকটা আমাকে পাত্তাই দিল না', আক্ষেপ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
রচনা বন্দ্যোপাধ্যায়।
| Updated on: Feb 16, 2024 | 8:52 AM
Share

৩৫-৪০ টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেশ কয়েক দশক ধরে বিনোদন জগৎ মাতিয়ে চলেছেন এই দুই তারকা। প্রসেনজিৎ এখন মুম্বইয়ে থাকেন বেশির ভাগ সময়। বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি আরব সাগরের পারেও বেশ কিছু ছবির কাজ করছেন। ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন বাংলার ‘দিদি নম্বর ওয়ান’। জ়ি বাংলা চ্যানেলে সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা তিনি। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন। একা প্রসেনজিৎ নন, অমিতাভ বচ্চন থেকে দেব প্রত্যেক হিরোর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রচনা।

তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করতে পেরে অন্যরকম আনন্দ উপভোগ করেছেন রচনা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চারিত একটি গেম শোতে এসে মজার ছলে দুঃখপ্রকাশ করেছিলেন রচনা। বলেছেন, “৩৫-৪০টি ছবিতে একসঙ্গে কাজ করেছি আমি আর বুম্বাদা। কিন্তু কোনওদিনও আমাকে পাত্তা দিল না লোকটা। কোনদিনও মনে করল না রচনা সঙ্গে একটু প্রেম করা যায়।”

মজার ছলে কথাগুলি বলেছেন রচনা। বুম্বাদা দারুন মানুষ এই কথাও বলেছেন সেই সাথে। সম্পূর্ণ কথোপকথন দারুন উপভোগ করেছেন শাশ্বত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দারুন সহ অভিনেতা, তার সঙ্গে বারবারি কাজ করা যায় বলেছেন রচনা।