২১শের মঞ্চে নেই ঋত্বিকা সেন, ছবির কাজ নিয়েই ব্যস্ত

বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যেতে পারে ঋত্বিকা সেনকে, এমন চর্চা ছিল টলিপাড়ায়। তবে ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না ঋত্বিকাকে। তিনি অবশ্য শহরেই রয়েছেন। সম্প্রতি নতুন থ্রিলার ছবি 'মহরত'-এর পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন নায়িকা। আতিউল ইসলামের পরিচালনায় জুটিতে আসছে মীর আর ঋত্বিকা সেন।

২১শের মঞ্চে নেই ঋত্বিকা সেন, ছবির কাজ নিয়েই ব্যস্ত

| Edited By: Bhaswati Ghosh

Jul 30, 2025 | 12:53 PM

বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যেতে পারে ঋত্বিকা সেনকে, এমন চর্চা ছিল টলিপাড়ায়। তবে ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না ঋত্বিকাকে। তিনি অবশ্য শহরেই রয়েছেন। সম্প্রতি নতুন থ্রিলার ছবি ‘মহরত’-এর পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন নায়িকা। আতিউল ইসলামের পরিচালনায় জুটিতে আসছে মীর আর ঋত্বিকা সেন। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, অনিন্দিতা সোম, দেবরাজ ভট্টাচার্য।

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিংয়ের প্রথম দিন, শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। ছবির যত এগোতে থাকে, তত খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে, সেগুলোই ফুটে উঠতে থাকে। ছবিতে অভিনেতা মীরকে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্য দিকে ঋত্বিকা সেনকে মোহর চরিত্রে দেখা যাবে।

ঋত্বিকা বললেন, “মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়টাকে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং। এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” ছবিটা কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে এই বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।