‘গান্ডু’, ‘কসমিক সেক্স’-এ অভিনয়ের পর আর কাজ পাচ্ছেন না ঋ, মুখ খুললেন TV9 বাংলায়
EXCLUSIVE Rii-Rituparna Sen: তিনি সেই অভিনেত্রী, যাঁকে দর্শক দেখেছেন ভীষণই সাহসী দৃশ্যে। দুর্দান্ত সুদক্ষ অভিনেত্রী তিনি। তাঁর মতো অভিনয় হয়তো অনেকেই করতে পারবেন না। 'গান্ডু', 'কসমিক সেক্স'-এর মতো ছবিতে তাঁর সাহসী দৃশ্যগুলিও দর্শকের অদেখা নয়। এই দৃশ্যগুলিতে অভিনয় করেছিলেন বলে ঋয়ের কি কাজ পেতে অসুবিধা হয়েছে? এতদিনের জমে থাকা কথাগুলি ব্যক্ত করলেন ঋ।
বাংলা ছবির জগতের এক প্রতিভাময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেন। সকলে তাঁকে চেনেন ঋ নামে। অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন তিনি। দর্শকদের কাছে তিনি বেশ পছন্দের। একটা সময় পরিচালক কৌশিক মুখোপাধ্যায়, ওরফে কিউয়ের ছবিতে বেশ সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন ঋ। ছবিগুলি সিনেমা হলে কোনওদিনও রিলিজ় করেনি। কিন্তু ইউটিউবের মতো ডিজিট্যাল প্ল্যাটফর্মে সকলে দেখেছিল। নাম বললে এক্ষুনি চিনতে পারবেন–‘গাণ্ডু’, ‘কসমিক সেক্স’। যেখানে ঋতুপর্ণা, ওরফে ঋ-কে দুর্দান্ত বোল্ড অবতারে দেখে ছিটকে গিয়েছিলেন দর্শক। চূড়ান্ত যৌনদৃশ্য ছিল ছবিগুলিতে। এতখানি যৌনতা হয়তো এর আগে কোনও ভারতীয় ছবিতেই ধরা পড়েনি, আগামীতেও পড়বে কি না যথেষ্ট সন্দেহ আছে। সেই ছবিতে অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ঋয়ের দেহপট আজও অসংখ্য পুরুষের মনে হিল্লোল তুলে দেয়। সেই ঋয়ের সঙ্গে আড্ডা জমে উঠল TV9 বাংলার প্রতিবেদকের। সাক্ষাৎকার পর্বের একটুকরো তুলে ধরা হল। ‘গাণ্ডু’, ‘কসমিক সেক্স’ পরবর্তীকালে কতখানি অসুবিধায় ফেলেছে তাঁকে, ঋ জানিয়েছেন অকপট।
এই নির্দিষ্ট প্রশ্নটি নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছেন ঋ। তবে এতটুকুও না ভেবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন তারকা। তিনি বলেছেন, “হ্যাঁ, হ্যাঁ কাজ পেতে খুব অসুবিধা হয়েছে। কেবল হয়েছে না, হবেও, হচ্ছেও। অনেকে এখনও বলেন, ‘বাবা ঋ-কে নেব।'” পরক্ষণে চোখ চকচক করে ওঠে ঋয়ের। তিনি বলেন, “এই ছবিগুলো যদি আমি না করতাম, তা হলে হয়তো আজ আমাকে হরনাথ চক্রবর্তী ডাকতেন কিংবা অন্য অনেক ছবিতে অভিনয় করতে পারতাম।” তারপর কণ্ঠে আত্মবিশ্বাস এনে অভিনেত্রী বলেন, “তবে এই কথা ঠিক, আমি জোর গলায় বলতে পারি, আপনি আমাকে ভালবাসতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমাকে কোনওদিনও ভুলতে পারবেন না।
‘গান্ডু’, ‘কসমিস সেক্স’-এ অভিনয় করার পরও কিন্তু বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ এসেছে ঋয়ের কাছে। তিনি আরও কাজ করতে আগ্রহী। মা-ঠাকুমাদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনয় দক্ষতায়। মুম্বই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিও তাঁকে খুবই টানে।