ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জীবন জেরবার করল ঋতুপর্ণার! কী-কী ঘটেছে?

Rituparna Sen: প্রচণ্ড রেগে গিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তাঁর নামে একটি ফেক প্রোফাইল তৈরি হয়েছে ইনস্টাগ্রামে এবং সেই প্রোফাইল থেকে ভিডিয়ো-ছবি পোস্ট করা হয়েছে। অভিনেত্রী সেই ভুয়ো প্রোফাইল সম্পর্ক সকলকে জানিয়েছেন তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে। এবং লিখেছেন...

ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জীবন জেরবার করল ঋতুপর্ণার! কী-কী ঘটেছে?
ঋতুপর্ণা সেন।
Follow Us:
| Updated on: Jun 01, 2024 | 12:13 PM

বিখ্যাত ব্যক্তিদের ফেক প্রোফাইল থাকবেই। বিশেষ করে অভিনেত্রীরা এর টার্গেট। সোশ্যাল মিডিয়ায় একাধিক ফেক প্রোফাইল তৈরি করে তাঁদের ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি থেকে নিস্তার পাননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনও। তাঁর একটি ফেক প্রোফাইল নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন সেই ফেক প্রোফাইলের স্ক্রিনশট। এবং সকলকে সতর্ক করেছেন।

তিনি ফেক নন। তিনি রিয়্যাল। নিজের স্বমূর্তিটাই সবসময় সকলের সামনে তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর নাম ঋতুপর্ণা সেন। ইন্ডাস্ট্রির অনেকেই যদিও তাঁকে ঋ বলেই চেনেন। এবং ওই নামেই ডাকতে ভালবাসেন। ঋতুপর্ণা সেন একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম রিজ়_লাভ (riiz_love)। ঋতুপর্ণার কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে। এর কারণ ফেক প্রোফাইল তৈরি হয়েছে তাঁর নামে। এবং সেই প্রোফাইল থেকে গুচ্ছ-গুচ্ছ পোস্ট করা হয়েছে। সেই ফেক প্রোফাইলেন নাম ‘Ritu Parna Sen’। সাবধানভার্তা দিয়েছেন ঋতুপর্ণা।

View this post on Instagram

A post shared by Ritu Parna Sen (@riiz_love)

ঋ লিখেছেন, “এটি একটি ফেক প্রোফাইল। আমি প্রত্যেককে অনুরোধ করব, দয়া করে এই প্রোফাইলটি আনফলো করুন। এই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করুন। আমি রিপোর্ট করতে পারছি না, কারণ এই সংশ্লিষ্ট প্রোফাইল নির্মাতা আমাকে ব্লক করে রেখেছেন।”