মা হওয়ার খবর শোনাতেই, রূপসার একমাস পুরনো ভিডিয়ো ভাইরাল!

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 16, 2024 | 3:53 PM

একশোর বেশি খাওয়া দাওয়া। বাঙালি , চাইনিজ, ইতালিয়ান--- এক ছাদের তলায় সব ধরনের খাবার। ভাবছেন কোথায় গেলে এত খাবার একসঙ্গে পাওয়া যাবে? না শহরের যে কোনও রেস্তরাঁ হার মানবে। একমাস আগে ঠিক এমনই এলাহি আয়োজন করেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আগের মাসেই সায়নদ্বীপ সরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী

মা হওয়ার খবর শোনাতেই, রূপসার একমাস পুরনো ভিডিয়ো ভাইরাল!

Follow Us

একশোর বেশি খাওয়া দাওয়া। বাঙালি , চাইনিজ, ইতালিয়ান— এক ছাদের তলায় সব ধরনের খাবার। ভাবছেন কোথায় গেলে এত খাবার একসঙ্গে পাওয়া যাবে? না শহরের যে কোনও রেস্তরাঁ হার মানবে। একমাস আগে ঠিক এমনই এলাহি আয়োজন করেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আগের মাসেই সায়নদ্বীপ সরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। বিয়েটা যে রাজকীয় ভাবেই করার পরিকল্পনা রয়েছে তাঁর। সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। কিন্তু তা বলে এতটা!

কেউ আশা করেননি। সম্প্রতি সন্তান আসার সুখবর শুনিয়েছেন সবাইকে। তাই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সামাজিক বিয়ের এক মাসের মধ্য়ে সন্তানসম্ভবা হওয়ার খবর অনেকেই ভাল চোখে দেখছেন না। বিতর্কের মাঝেই একবার জেনে নেওয়া যাক নিজেদের বিয়েতে ঠিক কী কী ধরনের খাবার আয়োজন করেছিলেন রূপসা?

তাঁদের বিয়ের মেনুতে প্রায় একশোরও বেশি খাবার ছিল। মোটামুটি যা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন অভিনেত্রী বিকেল থেকে শুরু না করলে শেষ করা বেশ কঠিনই হত নিমন্ত্রিতদের পক্ষে। বেবিকর্ণ, চিকেন, মাছ থেকে ফুচকা, পাপড়ি চাট। এক দিকে ছিল এমন সব মুখরোচকের কাউন্টার।

আবার যারা চাইনিজ খাবারের ভক্ত তাদের জন্য ছিল নুডলস, চিলি চিকেন, চিলি ফিশ, মিক্সড ফ্রায়েড রাইস। সেই সঙ্গে পাস্তাও ছিল মেনুতে। কিন্তু যারা এই সব খাবার খেয়ে বাড়ি ফিরে এসেছিলেন, তাঁরা তাহলে মিস করেছেন অনেক কিছু। কারণ, রূপসার বিয়ের অনুষ্ঠানের এক দিকে ছিল বাঙালি খাবারের সম্ভার। কড়াইশুঁটির কচুরি, পোলাও, চিংড়ি, পাঁঠার মাংস থেকে জিলিপি-রাবড়ি, মাখা সন্দেশ কী ছিল না সেই মেনুতে। নায়িকার মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আবারও ভাইরাল তাঁর বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ভিডিয়ো।

Next Article