আবারও শয্যাশায়ী সামান্থা! কী হয়েছে নায়িকার?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 14, 2025 | 7:35 PM

অসুস্থতা যেন তাঁর পিছু ছাড়তে চাইছে না। সবে একটু সুস্থ হয়ে ফিরছিলেন। আবারও শয্য়াশায়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিসূত্রে খবর, এ বার তাঁকে কাবু করেছে চিকুনগুনিয়া। যে কারণে সারা শরীরে প্রবল ব্যথা নায়িকার। অনেক দিন ধরে চিকিত্‍সা চলছে তাঁর।

আবারও শয্যাশায়ী সামান্থা! কী হয়েছে নায়িকার?

Follow Us

অসুস্থতা যেন তাঁর পিছু ছাড়তে চাইছে না। সবে একটু সুস্থ হয়ে ফিরছিলেন। আবারও শয্য়াশায়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিসূত্রে খবর, এ বার তাঁকে কাবু করেছে চিকুনগুনিয়া। যে কারণে সারা শরীরে প্রবল ব্যথা নায়িকার। অনেক দিন ধরে চিকিত্‍সা চলছে তাঁর। সেই খবরই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। মাঝে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন নাগা। শারীরিক ভাবে তিনি যতই অসুস্থ হয়ে পড়ুন না কেন মনের দিক থেকে খুবই শক্ত নায়িকা।

চিকিত্‍সকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন সামান্থা। পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী। ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ থেরাপি নিচ্ছেন সেখান থেকেই এই ছবি পোস্ট করেছেন সামান্থা। পোস্ট করে নায়িকা লেখেন, “অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।” সেই সঙ্গে নায়িকা জানান শরীর থাকলে তো খারাপ হবেই। তবে এ ভাবে কাটাতে একেবারেই রাজি নন নায়িকা। তাড়াতাড়ি কাজে ফিরতে চান সামান্থা।

Next Article