মা হলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের দৌলতে প্রথম বার জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার পরে ‘জলনূপুর’, ‘নকশিকাঁথা’র নেগেটিভ চরিত্রের জন্যই মূলত খ্যাতি তাঁর। পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ফোনে কথা বলার সময় মা হওয়ার উচ্ছ্বাসে বারবার ধরা দিচ্ছিল স্নেহার আনন্দ। কথায় কথায় বললেন, “৫ তারিখ পুচকে হল।” বলেই হেসে ফেললেন স্নেহা। আপাতত দুটো নাম রাখা হয়েছে তুরুপ এবং শুক্তো। পরে আরও নাম যোগ হবে।
আরও পড়ুন শীতের সাঁঝবেলায় ‘ভাইফোঁটা’ নিতে কেন ‘সাঁঝবাতি’-র প্রযোজকের বাড়ি গেলেন দেব?
হঠাৎ এমন নাম ঠিক হল?
“তুরুপ কারণ ও আমাদের কাছে ভীষণ লাকি। লাকি কার্ড মানেই তো তুরুপ। আর শুক্তো দিলাম কারণ এমন এক তরকারি যার কোনও দেখনদারি নেই অথচ, তার গুণমানের এত কদর হয় যে কোনও বাঙালি কোনওদিন তাকে অগ্রাহ্য করতে পারে না।”
আজ হাসপাতাল বাড়ি ফিরলেন স্নেহা। মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছে।
আর বাবা সংলাপ ভৌমিক কী বলছেন?
প্রশ্ন শুনে আবার হাসি স্নেহার। তারপর বললেন, “বলছে পুচকে আর কত ঘুমোবে। আমাদের তো চিনতেই পারবে না আর। বুঝতেই পারবে না যে আমি ওর বাবা। এটা নিয়ে ও ভীষণ চিন্তিত।”
আপাতত স্নেহা নিজের বাপেরবাড়িতে থাকবেন । প্রায় চার মাস শুধু শিশুকে সময় দেবেন মা। তারপর কি আবার ব্যাক টু ওয়ার্ক?
“এখন ওসব কিছু ভাবছি না। এখন শুধু শুক্তো আর আমি। ব্যস!”