স্বামীর থেকে কোটি টাকার খোরপোশ দাবি সোহিনীর!ডিভোর্স প্রসঙ্গে কী বললেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Dec 04, 2024 | 8:49 PM

Sohini Guha Roy: তিনি নাকি কোটি টাকা খোরপোশ চেয়েছেন। অনেক দিন ধরেই তাঁর বিয়ে ভাঙার চর্চা শোনা যাচ্ছিল। এর মধ্যেই এবার টলিপাড়ার অন্দরে আলোচনা যে অভিনেত্রী সোহিনী গুহরায়ের বিয়ে ভাঙছে। যদিও এই আলোচনা নতুন নয়। অনেক দিন আগে থেকেই এই আলোচনা চলছিল। কিন্তু এ প্রসঙ্গে কখনও কোনও কথা বলেননি অভিনেত্রী।

স্বামীর থেকে কোটি টাকার খোরপোশ দাবি সোহিনীর!ডিভোর্স প্রসঙ্গে কী বললেন নায়িকা?

Follow Us

তিনি নাকি কোটি টাকা খোরপোশ চেয়েছেন। অনেক দিন ধরেই তাঁর বিয়ে ভাঙার চর্চা শোনা যাচ্ছিল। এর মধ্যেই এবার টলিপাড়ার অন্দরে আলোচনা যে অভিনেত্রী সোহিনী গুহরায়ের বিয়ে ভাঙছে। যদিও এই আলোচনা নতুন নয়। অনেক দিন আগে থেকেই এই আলোচনা চলছিল। কিন্তু এ প্রসঙ্গে কখনও কোনও কথা বলেননি অভিনেত্রী।

কিছু দিন আগে সোহিনীর মলদ্বীপে ঘুরতে যাওয়ার ছবি নিয়েও আলোচনা হয়েছিল । তার পরেই নতুন গুঞ্জন তিনি নাকি স্বামী কল্লোলের থেকে কোটি টাকা খোরপোশ চেয়েছেন। সত্যিই কি তাই? TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয় সোহিনীকে। প্রশ্ন শুনেই আকাশ থেকে পড়লেন অভিনেত্রী। নায়িকা ভাবতেই পারছেন না যে কোটি টাকা খোরপোশের এমন একটা খবর চারিদিকে রটছে।

সোহিনী বললেন, “এটা আমি আগে বলিনি। এটা সত্যি কথা যে অনেক দিন ধরে আমরা আলাদা আছি। ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। যে যেখানে থাকুক ভাল থাকুক এটাই চাইব। তবে এক কোটি টাকা খোরপোশের খবরটা সম্পূর্ণ ভুয়ো। বরং আমার এই কথাটা শুনে বেশ হাসিই পাচ্ছে। বেশ অনেক দিন হল আমি মা-বাবার সঙ্গে টালিগঞ্জে থাকি। তবে বাকি যা রটছে সবটাই ভুয়ো কথা।”

উল্লেখ্য ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ডিভোর্সের গুঞ্জন শোনা যায়। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কল্লোলকে আনফলো করেছেন সোহিনী, মুছে দিয়েছেন একান্তে কাটানো মুহূর্তও। যদিও সোহিনীর ফেসবুকের দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে কল্লোলের সঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্তরা। ৩রা ফেব্রুয়ারি বিয়ের তিন নম্বর জন্মদিনে স্বামীর সঙ্গে শেষ ছবি পোস্ট করেছিলেন সোহিনী। মাত্র তিন মাসের আলাপেই বিয়ে করেছিলেন তাঁরা।

Next Article