মেয়ে হওয়ার পর থেকে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন শ্রীময়ী চট্টরাজ। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে বিয়ের পর থেকে আলোচনার শেষ নেই। বিয়ের সাড়ে আট মাসের মাথায়ই মেয়ের জন্ম দিয়েছেন শ্রীময়ী। তার পর তা নিয়ে বিপুল বিতর্কও তৈরি হয়। প্রতি দিন কোনও না কোনও পোস্ট করছেন অভিনেত্রী। ২২ নভেম্বর মা-বাবার ৪২ তম বিবাহবার্ষিকীর আরও বেশি ইমোশনল হয়ে পড়লেন অভিনেত্রী।
মা-বাবার সঙ্গে নিজেদের ছবি দিয়ে একটা লম্বা পোস্ট করেছেন তিনি। তাঁর জীবনের অনুপ্রেরণা, আদর্শই যে মা সে কথাই ফুটে উঠেছে তাঁর লেখায়। কম বয়সে তাঁর মা হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এই বয়সে এত ঝড়, ঝাপটা সহ্য করে এগিয়ে যাওয়ার শক্তি কোথা থেকে পেয়েছেন তিনি?
শ্রীময়ী লিখলেন,”আমি খুব কম বয়সে মা হয়েছি। এই জোরটাও আমি পেয়েছি আমার পরিবারের থেকে। আমি খুব গর্বিত আমার পরিবার নিয়ে। আমার মা ও বাবা, জাঁকজমকতায় বিশ্বাস করে না। বিবাহ বার্ষিকী,জন্মদিন উদযাপনে বিশ্বাস করে না। শুধু এটুকুই বিশ্বাস করে যে তার ছোট মেয়ে, ছোট জামাই, বড় মেয়ে ,বড় জামাই ,বড় মেয়ের দুই মেয়ে দুই নাতনি এবং ছোট মেয়ের সদ্যোজাত মেয়ে, নাতনি নিয়ে তারা সুখে দিন কাটাবেন। এখনো আমার মা আমার মেয়েকে নিয়ে রাত জাগে,,আমাদের সুখটাই তাদের পরম সুখ।” মা-বাবার সম্পর্কের মতোই কাঞ্চনের সঙ্গে নিজের সম্পর্কটা তৈরি করতে চান শ্রীময়ী। তাঁর এই একটাই স্বপ্ন।