
কলকাতা: মেসির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। ট্রোল করা হচ্ছে তাঁকে। তাঁর পরিচালক স্বামী তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এই নিয়ে সরব হয়েছেন। টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছেন। অবশেষে মেসির সঙ্গে তাঁর ছবি ও যুবভারতী স্টেডিয়ামে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন তিনি ছবি তুলেছিলেন, কেন যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন, তার ব্যাখ্যা দিলেন। ঘটনার তিনদিন পর কেন মুখ খুললেন, সেকথা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তায় জানালেন।
মেসির সঙ্গে ছবি নিয়ে কী বললেন শুভশ্রী?
৬ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় একাধিক বিষয় তুলে ধরেছেন শুভশ্রী। মেসির সঙ্গে তাঁর ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন। বললেন, “এই ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।” সেই আমন্ত্রণ পেয়েই তিনি পাঁচতারা হোটেলে গিয়েছিলেন। সেখানে আরও অনেকে ছিলেন জানিয়ে টলিউড এই অভিনেত্রী বলেন, “বড় বড় শিল্পপতিরা ছিলেন। সাংবাদিকরা ছিলেন। স্পনসরশিপের তরফে অনেকে ছিলেন। সেখানে ঠিক ছিল, উনি (মেসি) আসবেন। আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং ছবি তুলবেন। ১০টার কিছুটা পরে মেসির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি ছবি তুলি। তারপর আমি যখন বেরিয়ে আসছি, তখন আয়োজকদের পিআর টিম থেকে আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই, তাহলে তাদের জন্য সুবিধা হয়। কারণ, ওখানেও মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা ছিল। যেখানে আমি থাকলে তাদের সুবিধা হবে বলে জানিয়েছিল।” কেন টলিউড থেকে তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, এই প্রশ্ন উঠছে জানিয়ে শুভশ্রী বলেন, “এটা আয়োজকরাই বলতে পারবেন।”
এরপর তিনি বলেন, “আমি রাজি হওয়ার পর হোটেল থেকে যুবভারতীতে যাই। এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল। সেখানে আমরা অনেকেই বসেছিলাম। ওঁর (মেসি) জন্য অপেক্ষা করছিলাম। অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলাম। সেইসময় আমার পিআর টিমের তরফে আমাদের ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। কিন্তু, আমরা বুঝতে পারিনি, ওখানে জ্যামার লাগানো থাকায় ছবিগুলি পোস্ট হয়নি।”
শুনুন কী বলছেন শুভশ্রী-
যুবভারতীর সেদিনের ঘটনা উল্লেখ করে শুভশ্রী বলেন, “সাড়ে ১১টা নাগাদ মেসি ঢোকেন। তারপর ডিজাস্টারটা হয়। আমি নিজে মাঠে বসে ওঁকে দেখতে পাচ্ছিলাম না। আপনারা কীভাবে দেখবেন। আমি টেন্টের মধ্যে ছিলাম। দেখতে পাচ্ছিলাম, কীভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হল না। তারপর ঝামেলা শুরু হল। আমার একটা শুটিং ছিল। অলরেডি দেরি হয়ে গিয়েছিল। আমি ওখান থেকে বেরিয়ে আসি।”
মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট নিয়ে শুভশ্রীর ব্যাখ্যা-
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট নিয়ে শুভশ্রী বলেন, “এত সুন্দর অনুষ্ঠান যে হল না, তা নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করছিলাম। সেইসময় ইনস্টাগ্রাম খুলে দেখা হয়নি যে আমার ছবিটা পোস্ট হয়নি। আমি শুটিংয়ে পৌঁছেই মেক আপ ভ্যানে চলে যাই। মেক আপের পর শট দিতে চলে যাই। অনেকক্ষণ পর বুঝতে পারি, যে ঘটনাটা আমি দেখে এসেছি, সেটা বড় আকার নিয়েছে। সেখানে আমাকে কোনও না কোনও ভাবে জড়ানো হয়েছে। তখন ইনস্টাগ্রাম খুলে দেখি, আমার ছবিটা কিছুক্ষণ আগেই পোস্ট হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জন্য দেরিতে পোস্ট হয়েছে। পোস্টের পরই প্রচুর জায়গায় শেয়ার হয়ে গিয়েছে। এখানেই আমার ঘটনা শেষ।”
তাঁকে ট্রোল করা নিয়ে কী বললেন শুভশ্রী?
তাঁকে ট্রোল করা নিয়ে শুভশ্রী বলেন, “এরপর শুরু হয় আর একটা ঘটনা। আমাকে ট্রোল করা। আমাকে অকথ্য গালাগালি। আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করলেন, যেন মনে হল মেসি যখন মাঠে ঢুকেছেন, আমি একা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলাম। আমি তাঁর সঙ্গে সেলফি তুলছিলাম। আপনারা বলতে পারবেন, আমি কোথায় ছিলাম? আমি আমন্ত্রিত হয়ে হোটেলে গিয়ে ছবি তুলেছি, সেটা আমার দোষ? আমি মানছি, টেকনিক্যাল ফল্টের জন্য আমার ছবিটা ভুল সময়ে পোস্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু ছবিটা ডিলিট করিনি। এটা আমার দোষ হতে পারে।”
ক্ষোভ উগরে দিলেন-
ট্রোল করা নিয়ে ক্ষোভের সুরে শুভশ্রী বললেন, “আপনাদের সঙ্গে আমি সমব্যথী। আপনাদের এত কষ্টের রোজগার। আপনারা স্বপ্নের মানুষকে দেখতেই পেলেন না। যে ম্যাসাকার ওখানে হল, সেই একই অন্যায় তো আপনারা আমার সঙ্গে করছেন। মাঠে কোথাও কি আমি ছিলাম? আমি একজন নারী, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে কি আমাকে অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। হায়দরাবাদ থেকেও একজন হিরোইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কীসের দোষ? একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতারা আমার ছবি নিয়ে সাংবাদিক বৈঠক করছেন। কোনও সাংবাদিককে ইন্টারভিউয়ের জন্য সময় দিতে পারিনি বলে রাগ উগরে দিচ্ছেন। বলা হচ্ছে, তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বউ, অমুকের এক্স গার্লফ্রেন্ড। ২০২৬ সাল আসতে চলেছে। একজন মহিলা হয়ে একজন মহিলাকে এই সম্মান দিচ্ছেন। এই সমাজে আমরা বাস করছি। আপনারা ঠিক করছেন তো?”
অবশেষে মুখ খোলার কারণ জানালেন-
কেন এই ভিডিয়ো বার্তা দিচ্ছেন তা স্পষ্ট করে শুভশ্রী বলেন, “আপনারা আমাকে ট্রোল করছিলেন। গালাগালি করছিলেন। মন থেকে বলছি, কিছু মনে করিনি। মনে হয়েছিল, সাধারণ মানুষের এত কষ্টের রোজগার। যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাঁদের মন হালকা হয়, তাহলে হোক। কিন্তু, আজকে আমি এই ভিডিয়োটা করছি তার একটাই কারণ। গতকাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের নিয়ে আক্রমণ। দুটো ছোট বাচ্চা, তাদের বলা হচ্ছে, ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। মেইল-সহ নানা প্রমাণ আমার কাছে রয়েছে। আমি একজন মা হিসেবে সেটা কোনওভাবেই মেনে নেব না। আমি রাজনীতিক নই। আমি অভিনেত্রী। আমার ভুলটা কোথায়? আবার বলছি, আমি কি কোথাও মেসিকে দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? আপনারাও কিন্তু সমান ভুল করছেন। এই ভিডিয়োর পরও নিশ্চয় অনেক কিছু বলবেন। বলুন। কিন্তু, দুটো বাচ্চাকে দয়া করে টেনে আনবেন না। সবাই ভাল থাকুন।”