পুরো অ্যাকাউন্ট ফাঁকা, পড়ে ২২ টাকা, কোন খারাপ সময় শ্বেতার পরিবারে?

শ্বেতার মায়ের টাকা নিয়ে নেওয়া হয়, যেহেতু তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন। শ্বেতা জানান, তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নেওয়া হয়েছে। ২২ টাকা পড়ে আছে। শ্বেতার বাবার থেকেও এটিএম কার্ডের নম্বর চাওয়া হয়েছিল। শেষ অবধি ঘটনাচক্রে সেই টাকা নিতে পারেননি কেউ। এমন ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে, তাই সকলকে এই ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী।

পুরো অ্যাকাউন্ট ফাঁকা, পড়ে ২২ টাকা, কোন খারাপ সময় শ্বেতার পরিবারে?

| Edited By: Bhaswati Ghosh

Jul 31, 2025 | 9:46 AM

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা না বুঝে এমন কাজ করলেন যে পরিবারে খারাপ সময় শুরু হয়েছে। শ্বেতার মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও ফেসবুকে লাইভে এসে জানালেন অভিনেত্রী। তিনি এই ফেসবুক লাইভ করেন, সকলকে সতর্ক করার জন্য। ঠিক কী ঘটেছে? শ্বেতা বলেন, ”আগের শুক্রবার আমার মায়ের ফোনে একটা ফোন আসে অপরিচিত নম্বর থেকে। বলা হয়, ‘আপনার KYC আপডেট করতে হবে। আপনি কাল ব্যাঙ্কে চলে আসুন।’ ফোনটা কেটে দেওয়া হয়। তারপর আবার কিছুক্ষণের মধ্যে মাকে ফোন করে বলা হয়,  ‘শনিবার, রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফোনেই আপনাকে KYC আপডেট করে দিচ্ছি।’ মাকে বলেছিলাম এরকম অনেক স্ক্যাম হচ্ছে, কোনও লিঙ্ক বা ওটিপি চাইলে দেবে না। কিন্তু মাকে বলা হয়, ‘আমি আপনাকে ভিডিয়ো কল করছি, আপনি সেটা ধরুন।’ মা ভাবে সহজে কাজ হয়ে যাবে। তাই সেই কথা শোনে। মা ফোনটা ধরার পর, লোকটা বলে ‘আপনি দেখুন হোয়াটসঅ্যাপে নীচের দিকে তিনটি ডট আছে। আপনি ক্লিক করুন।’ এবার ক্লিক করার পর, মাকে বলা হয় স্ক্রিন শেয়ারে ক্লিক করুন। মা না বুঝে লোকটির কথা শুনে সব করতে থাকে।”

এরপর শ্বেতার মায়ের টাকা নিয়ে নেওয়া হয়, যেহেতু তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন। শ্বেতা জানান, তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নেওয়া হয়েছে। ২২ টাকা পড়ে আছে। শ্বেতার বাবার থেকেও এটিএম কার্ডের নম্বর চাওয়া হয়েছিল। শেষ অবধি ঘটনাচক্রে সেই টাকা নিতে পারেননি কেউ। এমন ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে, তাই সকলকে এই ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী।