
শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে এই দুই দিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনে টিভি ৯ নেটওয়ার্কে এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। মঞ্চে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ইয়ামি।
এদিন ইয়ামি বললেন, বরাবরই প্রধানমন্ত্রীর বক্তব্য আমায় অনুপ্রাণিত করে। আজকেও যে কথা গুলো উনি বললেন, তা সত্যিই মেনে চলা দরকার। আমরা যে, যেকোনও পেশার সঙ্গেই যুক্ত থাকি না কেন, সরকারি উদ্যোগ, যোজনা, প্রয়াসকে সঙ্গে নিয়ে চলা উচিত। যতটা সম্ভব তাতে যোগদান করা উচিত।
TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ মঞ্চে ইয়ামি আরও জানান, সোশাল মিডিয়ায় সব কিছু শেয়ার করি না। তবে বলতে পারি, হিমাচল প্রদেশে আমাদের একটা ঘর রয়েছে। সেখানকার বাচ্চারা চিপস, লজেন্স, এসব খেলে কখনই তার প্যাকেট মাটিতে ফেলে দেয় না। এটা তাঁদের ছোট থেকে শেখাতে হয়। স্বচ্ছ ভারত অভিযান ঠিক তেমনি। এই শিক্ষা খুবই প্রয়োজন।