অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য রায় কাপুর

এবার অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য রায় কাপুর। এখানেই গল্প শেষ নয়। জুটি বাঁধছেন ঠিকই,কিন্তু হিরো-হিরোইন হিসাবে নয়। তবে?

অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য রায় কাপুর
আদিত্য-অনুষ্কা

|

Feb 19, 2021 | 6:33 PM

এবার অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য রায় কাপুর। না, বাস্তবজীবনে নয়। সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা। এখানেই গল্প শেষ নয়। জুটি বাঁধছেন ঠিকই,কিন্তু হিরোহিরোইন হিসাবে নয়। তবে? প্রযোজক অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য। অনুষ্কার প্রযোজনায় এই প্রথম অভিনয় করছেন তিনি।

দু’বছর পর অনুষ্কা আবার নতুন ছবি প্রযোজনা করছেন। এর আগে ২০১৮তে পরমব্রত এবং ঋতাভরীকে নিয়ে ‘পরি’ বানিয়েছিলেন। মাঝে অবশ্য ওটিটির জন্য দুটো ছবি উনি বানিয়েছিলেন। ‘পাতাললোক’ এবং ‘ বুলবুল’। দুটো ছবিই যথেষ্ট সাড়া ফেলেছিল। এবার একটি আদ্যন্ত অ্যাকশন ছবি করার কথা ভাবছেন তিনি। এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য আদিত্য রায় কাপুরের কথা ভেবেছেন তিনি। অবশ্য শুধু অনুষ্কা নন, আদিত্যকে পছন্দ অনুষ্কার সহপ্রযোজক ভাই কর্নেশ শর্মারও। স্ক্রিপ্ট শুনে আদিত্যরও পছন্দ হয়েছে। তিনি অনুষ্কাকে ‘হ্যাঁ’ বলেছেন।

নুষ্কা নতুন ছবির নাম দিয়েছেন ‘আফগান’। এই ছবিতে একদম অন্যরকম ‘লুক’এ দেখা যাবে আদিত্যকে। ‘মালাং’ করার পর আদিত্যর রোম্যান্টিক ইমেজ ভেঙে গিয়েছিল। ‘আফগান’ করার পর অ্যাকশনহিরো হিসাবে তাঁর পায়ের মাটি আরও শক্ত হবে। তবে এই ছবিতে অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনও ঠিক হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে মে থেকে শুটিং শুরু হওয়ার কথা।

আরও পড়ুন :পরিচালক রোহিত শেট্টির ‘সার্কাস’-এ ক্যামিও করছেন দীপিকা পাডুকোন