
বুক মাই শো থেকেই জানা যাচ্ছে ২৭ এপ্রিল শহরে রয়েছে গায়ক আদনান সামির কনসার্ট। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন। বহুজন শোয়ের টিকিট বিক্রির লিঙ্কের নীচে গিয়ে লিখেছেন, বয়কট শব্দটা। একজন লিখেছেন, ”এই গায়কের শিকড় কি পাকিস্তানে? ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না। তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব?” আর একজন লিখেছেন, ”অরিজিত্ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কী করে?”
গত মঙ্গলবার দুপুর থেকেই কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে তোলপাড় গোটা দেশ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন বা তার বেশি। তারপরই শোক প্রকাশ করেছিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া লিখেছেন, ”আমি পহেলগাঁওয়ের ঘটনার কথা মাথা থেকে বের করতে পারছি না। ওখানে ভয়ঙ্কর কোলাহলের পর এখন যে চুপচাপ অবস্থা, সেটা ভাবাচ্ছে। সেসব পরিবারের কথা ভাবছি, যাঁদের জীবনটা আর কখনওই আগের মতো হবে না। আমার হৃদয় ভেঙে গিয়েছে এটা জেনে যে, এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ গেল। সেসব প্রাণ যাঁদের সঙ্গে হিংসার কোনও যোগ নেই, অথচ তাঁরা এমন ঘটনার ভিক্টিম হলো। দেশের আত্মায় এটা আঘাত। আমার হৃদয় তাঁদের সকলের সঙ্গে আছে, যেসব পরিবার এমন যুক্তিহীন হিংসার শিকার হয়েছে। আমরা আপনাদের মতোই শোকাহত। এই ঘটনা আমরা মনে রাখব।” বিনোদনের সঙ্গে জড়িত বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে এই কারণে। এখন আদনান সামির কনসার্ট ঘিরে কী হয়, সেটা দেখার অপেক্ষা।