
বর্তমানে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-তে রাহি চরিত্রের অভিনেত্রী অদ্রিজা রায় আগামিকাল ২৫ জানুয়ারি মুম্বইয়ের ভিগ্নেশ আইয়ার-এর সঙ্গে বাগদান করতে চলেছেন। এই ঘরোয়া অনুষ্ঠানটি তাঁর খামারবাড়িতে অনুষ্ঠিত হবে এবং সেখানে ঘনিষ্ঠ পরিবার-পরিজন ও বন্ধুরাই উপস্থিত থাকবেন।
তাঁদের একে অপরের কাছে টেনে আনার কারণ সম্পর্কে অদ্রিজা বলেন, “আমার মনে হয় আমাদের ব্যক্তিত্বই আমাদের কাছাকাছি এনেছে। আমরা দু’জনেই খুব নরম মনের এবং মাটির কাছাকাছি মানুষ। আমি সবসময়ই চেয়েছিলাম ইন্ডাস্ট্রির বাইরের কারও সঙ্গে থাকতে, আর ওকে আমার একেবারে ঠিক মানুষ বলেই মনে হয়েছে। আমাদের মনে হয় আমরা একে অপরের আত্মার সঙ্গী।”
প্রাণীদের প্রতি দু’জনের ভালোবাসাও তাঁদের সম্পর্ক আরও মজবুত করেছে। অদ্রিজা জানান, তাঁর হবু স্বামীর খামারবাড়িতে প্রায় ২৬০টি কুকুর রয়েছে এবং তিনি গরুরও যত্ন নেন—এই বিষয়টি দু’জনের মধ্যে একটি সাধারণ যোগসূত্র তৈরি করেছে। বাগদানের জন্য অদ্রিজা অনুপমা ধারাবাহিক থেকে তিন দিনের ছুটি নিয়েছেন বলেও জানান। এই বিষয়ে তিনি তাঁর প্রোডাকশন টিমের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ের পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চান না এই দম্পতি। অদ্রিজা বলেন, “আমরা এই বছর বিয়ে করার পরিকল্পনা করছি না। ও দক্ষিণ ভারতীয় (তামিল) আর আমি বাঙালি, তাই আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমার স্বপ্ন এমন একটি বিয়ে করা যেখানে দক্ষিণ ভারতীয় এবং বাঙালি—দু’ধরনের রীতিনীতি থাকবে। এর জন্য যথেষ্ট সময় ও পরিকল্পনা দরকার, তাই আমরা আগামী দুই বছরের মধ্যে বিয়ে করার কথা ভাবছি।”
‘অনুপমা’-র আগে, ২০১৬ সালে অদৃজা বাংলা ধারাবাহিকে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘পটল কুমার গানওয়ালা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘মৌ এর বাড়ি’, ‘বিক্রম বেতাল’ এবং ‘সন্ন্যাসী রাজা’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। পরে তিনি হিন্দি টেলিভিশনে পা রাখেন এবং ২০২৩ সালে ‘দুর্গা অউর চারু’ ধারাবাহিকে চারু চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। অতীতে অভিনেতা ক্রুশল আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অদৃজা, তা নিয়ে চর্চা ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল।