মিঠাইয়ের সঙ্গে কথা হয়? প্রশ্ন শুনেই কী বললেন চর্চিত স্টার আদৃত
Adrit-Soumitrisha: সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে একাধিক ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত, অন্যদিকে ছবির শুট শেষ করে পরবর্তী প্রজেক্টে নজর এখন আদৃতের। সম্প্রতি আড়াল থেকে এসেছেন ভক্তদের সামনে। খুলেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্ট। যা দেখে বেজায় খুশি ভক্তরা।

মিঠাই-সিদ্ধার্থ, টেলিদুনিয়ার অন্যতম চর্চিত জুটি। টেলিভিষনের পর্দায় এমন অনেক চরিত্র তৈরি হয়, যেখানে বারবার চর্চার কেন্দ্রে সেই অভিনেতা-অভিনেত্রী ফিরে আসেন। তেমনই এক ধারাবাহিক মিঠাই। জি বাংলার এই মিঠাই ধারাবাহিক নিয়ে আজও দর্শক মনে আলোচনা তুঙ্গে। ধারাবাহিক শেষ হওয়ার কয়েকমাসের মধ্যে তা আবারও পুনঃপ্রচার শুরু হয়ে যায়। সে প্রসঙ্গে সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ সেই ধারাবাহিকের মিঠাইরানি জানিয়েছিলেন, দর্শকদের কতটা ভালবাসা থাকলে এত দ্রুত একটা ধারাবাহিক পুনঃপ্রচার নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে চ্যানেল।
ধারাবাহিক শেষ, তবে বহু ফ্যানপেজ আজও সচল এই জুটির। সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়, তাঁদের মধ্যে বাস্তব জীবনে সম্পর্কের সমীকরণ জানতে আজও মুখিয়ে থাকেন ভক্তরা। তবে আদৃতকে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা না যাওয়ায় এই প্রসঙ্গে একাধিকবার উত্তর দিয়েছেন সৌমিতৃষা। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বারবার গর্ব বোধ করেছেন তিনি।
এবার মুখ খুললেন আদৃত। না, এড়িয়ে গেলেন না মোটেও। স্পষ্ট ভক্তের প্রশ্নে তিনি জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে নিত্য কথা হয় না, বা সেভাবে কথাই হয় না, তবে একটি গ্রুপ রয়েছে যেখানে তাঁরা টিমের একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখেন। সৌমিতৃষার প্রথম ছবি প্রধান প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, না, সেই ছবি তাঁর দেখা হয়নি। তবে দেখার ভীষণ ইচ্ছে রয়েছে। তিনি শুটে ব্যস্ত ছিলেন, সেই কারণে সময় করে উঠতে পারেননি।
প্রসঙ্গত, সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে একাধিক ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত, অন্যদিকে ছবির শুট শেষ করে পরবর্তী প্রজেক্টে নজর এখন আদৃতের। সম্প্রতি আড়াল থেকে এসেছেন ভক্তদের সামনে। খুলেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্ট। যা দেখে বেজায় খুশি ভক্তরা।
