কখনও মিমি, কখনও নুসরত, কখনও দর্শনা…, কোন বাংলাদেশ যোগ জানেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 26, 2025 | 4:54 PM

Inside Story: ‘বরবাদ’ ছবিটা ঠিক সময়ে মুক্তি পাবে কিনা, তা নিয়ে অবশ্য জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’।

কখনও মিমি, কখনও নুসরত, কখনও দর্শনা..., কোন বাংলাদেশ যোগ জানেন?

Follow Us

সামনেই শাকিব খানের জন্মদিন। সেই দিন শাকিব খানের আইটেম সং ‘চাঁদমামা’ মুক্তি পাবে। এই গানের প্রথম ঝলক সামনে এল। প্রীতম হাসানের সঙ্গীত পরিচালনায় গানের দু’-চার কলি সামনে আসতেই অনুরাগীরা উচ্ছ্বসিত। লক্ষণীয়, টলিপাড়ার নায়িকাদের সঙ্গে শাকিবের অন-স্ক্রিন রোম্যান্স দেখার মতো। ‘লাগে উরা ধুরা’ বা ‘দুষ্টু কোকিল’-এর মতো ব্লকবাস্টার গানে শাকিব নেচেছিলেন মিমি চক্রবর্তীর সঙ্গে। এবার তাঁর নুসরত জাহানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। ‘চাঁদমামা’ গানে নুসরতকে যেভাবে কাছে টেনে নিচ্ছেন শাকিব, সেটা নজর কেড়েছে নুসরতের অনুরাগীদেরও। ‘বরবাদ’ ছবিতে থাকছে এই আইটেম সং। ‘বরবাদ’ ছবির নায়িকা ইধিকা পাল। ইতিমধ্যেই ইধিকার সঙ্গে শাকিবের একটা গান মুক্তি পেয়েছে। সেটা সুপারহিট হয়েছে বাংলাদেশে। আবার এই ঈদে দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধে শাকিব আনছেন ‘অন্তরাত্মা’ ছবিটা। টলিপাড়ার বিভিন্ন নায়িকার সঙ্গে বাংলাদেশের সুপারস্টারের রসায়ন যে জমে উঠেছে, তা নিয়ে সংশয় নেই।

‘বরবাদ’ ছবিটা ঠিক সময়ে মুক্তি পাবে কিনা, তা নিয়ে অবশ্য জটিলতা তৈরি হয়েছিল। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল। তবে শাকিব খানের সঙ্গে এমন ছবি বাংলাদেশে হিট হলেও, ভারতের বক্স অফিসে এসব ছবি ভালো ফল করতে পারছে না। যদিও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন নায়িকারা।