Adipurush: ‘হনুমান ভগবান নয়…’, মুন্তাসিরের মন্তব্যে জোর নিন্দে, জল গড়াল কতদূর?

Adipurush: একটা ছবি, আর সেই ছবি নিয়েই এখন যাবতীয় বিতর্ক। ওম রাউতের 'আদিপুরুষ' প্রায় ৩০০ কোটির ব্যবসা করলেও ওই ছবি নিয়ে চলছে নানা চর্চা। 'অনুন্নত' ভিএফএক্স, হনুমানের মুখে 'টপোরি' ভাষা নিয়ে যখন তুঙ্গে সমালোচনা ঠিক তখনই আরও একটি বোমা ফাটালেন সিনেমাটির সংলাপ লিখেছেন যিনি, সেই মনোজ মুন্তাসির।

Adipurush: 'হনুমান ভগবান নয়...', মুন্তাসিরের মন্তব্যে জোর নিন্দে, জল গড়াল কতদূর?
মুন্তাসিরের মন্তব্যে ফের নিন্দে, জল গড়াল কতদূর?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 7:17 PM

একটা ছবি, আর সেই ছবি নিয়েই এখন যাবতীয় বিতর্ক। ওম রাউতের ‘আদিপুরুষ’ প্রায় ৩০০ কোটির ব্যবসা করলেও ওই ছবি নিয়ে চলছে নানা চর্চা। ‘অনুন্নত’ ভিএফএক্স, হনুমানের মুখে ‘টপোরি’ ভাষা নিয়ে যখন তুঙ্গে সমালোচনা ঠিক তখনই আরও একটি বোমা ফাটালেন সিনেমাটির সংলাপ লিখেছেন যিনি, সেই মনোজ মুন্তাসির। লর্ড হনুমানের মুখে এমন কিছু অত্যানুধিক সংলাপ মনোজ বসিয়েছেন যে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাঁকে। মুম্বই পুলিশ তাঁর জন্য নিয়োগ করেছে বাড়তি নিরাপত্তা। আর নিরাপত্তা নিয়োগ করার পরেই আরও এক বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এক সাক্ষাৎকারে মনোজের দাবি, হনুমান আদপে ভগবান নন। তিনি হলেন রামচন্দ্রের ভক্তমাত্র। তিনি বলেন, “আমরা তাঁকে ঠাকুরের আসন দিয়েছি রামচন্দ্রের প্রতি তাঁর ভক্তির জন্য।” আর এর পরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই তাঁর এই মন্তব্যের জন্য মনোজকে ‘অবিবেচক’ বলতেও ছাড়েননি।

হনুমানের মুখে কী এমন সংলাপ বসিয়েছিলেন মনোজ, যে নিন্দা থামছেই না? হনুমানে লেজে যখন আগুন ধরিয়ে দেন রাবন-পুত্র তখন হনুমানকে বলতে শোনা যায়, “কাপড় তোর বাবার, তেলও তোর বাবার। আগুনও তোর বাবার। তাই জ্বলবে শুধু তোরই”। হনুমান বাবা তুলে কথা বলছেন, কস্মিনকালেও এমন ঘটনা প্রত্যক্ষ না করা দর্শক ক্ষোভ উগরে দেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিবাদে সামিল হন। চাপের মুখে ওই সংলাপ বদলানোর সিদ্ধান্ত নেন মনোজ ও ওমের টিম। তবে এরই মধ্যে আরও একবার বিতর্কিত মন্তব্য করে ফেললেন মনোজ মুন্তাসির। কতবড় খেসারত তাঁকে দিতে হয়, বা আদপে দিতে হয় কিনা, এখন সেটাই দেখার।