AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অম্বানীদের দুই বৌমাই বরদের থেকে বয়সে বড়, কার কত বয়স জানেন?

Ambani Family: রাধিকা ও শ্লোকা এঁরা দু'জনেই তাঁদের স্বামী (রাধিকার ক্ষেত্রে যদিও হবু স্বামী)দের থেকে বয়সে খানিক বড়ই। জেনে নেওয়া যাক, তাঁদের বয়সের ফারাক। অনন্ত আম্বানীর জন্ম ১৯৯৫ সালের ১০ এপ্রিল। রাধিকার জন্ম...

অম্বানীদের দুই বৌমাই বরদের থেকে বয়সে বড়, কার কত বয়স জানেন?
কার কত বয়স এখন?
| Updated on: May 28, 2024 | 2:53 PM
Share

আর মাত্র দু’টো মাস। আগামী জুলাইতেই অম্বানীদের ছোট ছেলে অনন্ত বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে। প্রথম দফার প্রাক বিবাহ অনুষ্ঠান ইতিমধ্যেই ধুমধাম করে পালিত হয়েছে গুজরাটে। ওদিকে দ্বিতীয় দফার প্রাকবিবাহের আয়োজন করা হয়েছে সুদূর ইতালিতে। শোনা যাচ্ছে সেখানে নাকি গান গাইবেন হলিউড তারকা শাকিরা। এ সবের মধ্যেই জেনে নেওয়া যাক অম্বানীদের পরিবার নিয়ে এক অজানা তথ্য। এ দেশে এখনও স্ত্রী যদি স্বামীর থেকে বড় হয় তা নিয়ে ছ্যুৎমার্গের সীমা নেই। তবে সেই সবকে পাত্তা না দিয়ে দেশের অন্যতম প্রভাবশালী পরিবার কিন্তু মর্যাদা দিয়েছে ভালবাসাকেই।

রাধিকা ও শ্লোকা এঁরা দু’জনেই তাঁদের স্বামী (রাধিকার ক্ষেত্রে যদিও হবু স্বামী)-দের  থেকে বয়সে খানিক বড়ই। জেনে নেওয়া যাক, তাঁদের বয়সের ফারাক। অনন্ত আম্বানীর জন্ম ১৯৯৫ সালের ১০ এপ্রিল। রাধিকার জন্ম ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর। রাধিকার থেকে মাস কয়েকের ছোট অনন্ত। যদিও কয় মাসের বয়সের ফারাক তাঁদের ভালবাসায় কোনও বাধা সৃষ্টি করতে পারেননি। একে অন্যকে কার্যত চোখে হারান তাঁরা। অন্যদিকে মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশের স্ত্রী শ্লোকাও তাঁর স্বামীর থেকে বয়সে বড়। আকাশ আম্বানীর জন্ম ১৯৯১ সালের ২৩ অক্টোবর। অন্যদিকে শ্লোকা জন্মেছেন ১৯৯০ সালের ১১ জুলাই। হিরে ব্যবসায়ী মোনা মেহতা ও রাসেল মেহতার মেয়ে শ্লোকা। অনন্ত-রাধিকা অথবা শ্লোকা-আকাশ এই দুই জুটিরই আলাপ কিন্তু খুব ছোটবেলায়। সেই স্কুল জীবনের প্রেম তাঁদের।

এর পর জীবন দিয়ে বহু ঝড় ঝাপটা বয়ে গেলেও তাঁদের মধ্যে প্রেম ছিল সবসময়ই। আপাতত বাড়ির ছোট ছেলের বিয়ে বিয়ে বেজায় ব্যস্ত গোটা পরিবার। হাজার হোক, অম্বানীদের বাড়ির অনুষ্ঠান বলে কথা! এ তো আর যেমন তেমন করে হতে পারে না!